বৃহস্পতিবার দেশে ফিরছেন মীরজাদী সেব্রিনা

ফাইল ছবি

বৃহস্পতিবার দেশে ফিরছেন মীরজাদী সেব্রিনা

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা সুস্থ হয়েছেন। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তিনি দেশে ফিরবেন। মীরজাদী সেব্রিনার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে মীরজাদী সেব্রিনাকে রাজধানীর একটি বড় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে পাঁচবার নেক্রোসেক্টোমি করা হয়ছিল। তাকে দীর্ঘদিন ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকে প্রতিদিই করোনার সার্বিক পরিস্থিতি দেশবাসীর কাছে তুলে ধরে মীরজাদী সেব্রিনা সুপরিচিত হয়ে ওঠেন।

তিনি সেই সময় প্রতিদিন ঠিক দুপুর ১২টায় মহামারির সর্বশেষ পরিস্থিতি ও করণীয় বিষয়ে জানাতে গণমাধ্যমের সামনে হাজির হতেন।

মীরজাদী সেব্রিনার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সুস্থ হয়েই দেশে ফিরছেন। তবে দেশে ফিরেই তিনি কাজে যোগ দেবেন না। বাড়িতেই থাকবেন।  

news24bd.tv/হারুন