রাশিয়া ‘কোরিয়া স্টাইলে’ শান্তি চুক্তির প্রস্তাব দিচ্ছে: ইউক্রেন

আলেক্সি দানিলভ (ছিবি: সংগৃহীত)

রাশিয়া ‘কোরিয়া স্টাইলে’ শান্তি চুক্তির প্রস্তাব দিচ্ছে: ইউক্রেন

অনলাইন ডেস্ক

১১ মাসে গড়িয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘদিনের এই যুদ্ধ কবে থামবে তা নিয়ে গুঞ্জন রয়েছে। অনেকের দাবি, দীর্ঘদিন ধরে এ যুদ্ধ চলবে। যুদ্ধ শেষ করতে শান্তি চুক্তির জন্য আহ্বান করা হলেও এতে সায় দিচ্ছে না না কোনো পক্ষই।

কিয়েভ বলছে, ইউক্রেনের ভূখণ্ড ছাড়লেই শান্তি চুক্তি হবে। অন্যদিকে মস্কো বলছে, নতুন চারটি অঞ্চলকে স্বীকৃতি দিলে শান্তি আলোচনা সম্ভব।

তবে এবার শান্তি চুক্তি নিয়ে মুখ খুলেছে ইউক্রেন। তাদের দাবি, ‘কোরিয়া স্টাইলে’ শান্তি চুক্তির প্রস্তাব দিচ্ছে রাশিয়া।

এতে করে বিভক্ত হয়ে যাবে ইউক্রেনের ভূখণ্ড।

ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান আলেক্সি দানিলভ বলেছেন, ‘রাশিয়া একটি যুদ্ধবিরতি আরোপ করতে চায় যা কি না ইউক্রেনের ভূমিকে বিভক্ত করবে। যেমনটি কোরিয়ান উপদ্বীপের সঙ্গে করা হয়েছে। ’

রোববার ইউক্রেনের সম্প্রচার মাধ্যম টিএসএনকে একটি সাক্ষাৎকার দেন আলেক্সি দানিলভ। সেখানে তিনি বলেন, ‘তারা বর্তমানে আমাদের একটি কোরিয়ান স্টাইলের শান্তি চুক্তি অফার করছে। তা অনুযায়ী, আমাদের ভূখণ্ডের একদিকে নির্দিষ্ট ইউক্রেনীয়রা থাকবে। আর অন্যদিকে ভিন্ন মতাবলম্বী ইউক্রেনীয়রা থাকবে। ’

১৯৫০ সালে শুরু হয় কোরিয়া যুদ্ধ। যা চলে ১৯৫৩ পর্যন্ত। পরে দুদেশের মধ্যে শান্তি চুক্তি হয়। ডি ফ্যাক্টো নীতিতে ৩৮ ডিগ্রি সীমারেখায় দুদেশের মাঝে তিন মাইলব্যাপী ‘নো ম্যানস ল্যান্ড’ নির্ধারণ করা হয়। ইউক্রেনের সঙ্গেও রাশিয়া এমনটা করতে চায় বলে অভিমত আলেক্সি দানিলভের।

ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান বলেন, ‘আমার ধারণা, তারা আমাদের যে বিকল্পগুলো অফার করতে পারে তার মধ্যে একটি হল সীমান্ত বিভাজন। ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের উপপ্রধান দিমিত্রি কোজাক বিষয়টি নিয়ে ইইউ রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন। সীমান্ত বিভাজন হলে তারা শান্তি চুক্তি করবে এমন বার্তা তারা পৌঁছে দিয়েছে ও আমাদের চাপ দিচ্ছে। ’

সূত্র: আরটি

news24bd.tv/মামুন