ফরাসি কাপের ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে যেন ছেলেখেলায় মেতে উঠেছিল পিএসজি। একে একে ৭ গোল জড়িয়েছে ফরাসি ফুটবলের ষষ্ঠ সারির ক্লাব পি দে কেসেলের জালে। কিলিয়ান এমবাপের পা থেকে এসেছে টি গোল।
ফরাসি কাপে ষষ্ঠ সারির ক্লাব পি দে কেসেলের বিপক্ষে এদিন মেসিকে একাদশে রাখেননি কোচ ক্রিস্তফ গালতিয়ে।
৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পিএসজি। বিরতির পর আবারো নেইমারের পাস থেকে গোল করেন এমবাপে। নেইমারের পাস থেকে ষষ্ঠ গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার কার্লোস সলে। পরে ৮৯ মিনিটে এমবাপের পঞ্চম গোলে বিশাল ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা।
news24bd.tv/আজিজ