২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। শুক্রবার গভীর রাতে, স্থানীয় সময় আনুমানিক ১টা ৪৫ মিনিটে পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। শনিবার সকালে পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র (NCS) এক বিবৃতিতে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। কম্পনের উৎপত্তিস্থল ছিল হিন্দু কুশ অঞ্চলে। এই ভূমিকম্পের প্রভাব আফগানিস্তানেও অনুভূত হয়, যেখানে এর তীব্রতা ছিল ৪.৯। উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত হিন্দু কুশ পর্বতমালা ঘন ঘন কম্পনের অভিজ্ঞতা পায়। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে ভারত ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষজনিত কারণে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প ঘটে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ...
পাকিস্তানে ভূমিকম্প! মাত্রা কত?
অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান কী পরমাণু অস্ত্র ব্যবহার করবে, কী বলছে যুদ্ধ নীতি
অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা দিন দিন চরমে পৌঁছেছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্যে দিয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশ এখন একপ্রকার সর্বাত্মক যুদ্ধের দিকে এগোচ্ছে। শনিবার (১০ মে) ভোরে পাকিস্তান দাবি করেছে, তাদের তিনটি বিমান ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা ভারতের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে। এর ফলে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। উল্লেখযোগ্যভাবে, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর চালু করলে, পাকিস্তান তাৎক্ষণিকভাবে তার জবাবে অপারেশন বুনিয়ান মারসুস ঘোষণা করে। এর মাধ্যমে দুদেশের মধ্যে সংঘাত দ্রুত এক বিপজ্জনক অবস্থানে পৌঁছেছে। কাশ্মীর থেকে যুদ্ধক্ষেত্রে: এই উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার মাধ্যমে। এতে ২৫ জন...
এবার নয়াদিল্লির দাবি ভারতের বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র হামলা করেছে পাকিস্তান
অনলাইন ডেস্ক

এবার ভারতের নয়াদিল্লি দাবি করেছে ভারতের বিমানঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শনিবার (১০ মে) এক ব্রিফিংয়ে এ কথা বলেন ভারত সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। কর্নেল সোফিয়া কুরেশি দাবি করেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলোর দিকে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে সীমান্ত অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এসময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, উত্তেজনা সৃষ্টি এবং সংঘাতের জন্য সম্পূর্ণ দায়ী পাকিস্তান। ভারতের প্রতিক্রিয়া ছিল প্রতিরক্ষামূলক ও দায়িত্বশীল। তিনি আরও বলেন, আমি আগেও বহুবার বলেছি উসকানি ও উত্তেজনা সৃষ্টির মূল উৎস পাকিস্তানের পদক্ষেপগুলো। ভারত শুধু প্রতিরক্ষা করেছে এবং সেই উসকানির জবাবে সংযত ও দায়িত্বশীল প্রতিক্রিয়া দেখিয়েছে।...
আমরা থামার অবস্থায় নেই, ৩ দেশকে যে বার্তা দিলো পাকিস্তান
অনলাইন ডেস্ক

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। ক্রমেই এই পাল্টা হামলা জুড়ালো করছে ইসলামাবাদ। ভারত দাবি করেছে, তাদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছে পাকিস্তান এবং হামলাও করেছে। পাকিস্তান বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কথা স্বীকারও করেছে। ফলে দেশ দুটি চূড়ান্ত যুদ্ধের দিকেই যাচ্ছে। এমন অবস্থায় পাকিস্তানকে থেমে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান ও সৌদি আরব। তবে পাকিস্তান তিন দেশের আহ্বান প্রত্যাখ্যান করেছে। বলেছে, আমরা এই হামলার মুখে নীরব থাকতে পারি না এবং আমরা থামার অবস্থায় নেই। এদিকে অপারেশন সিঁদুরের যথাযথ প্রতিক্রিয়া হিসেবে বুনিয়ান-উন-মারসুস নামে অপারেশন শুরু করে পাকিস্তান। এর অংশ হিসেবে ভারতের বিভিন্ন এলাকায় ড্রোন পাঠিয়েছে দেশটি। আরও পড়ুন ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ...