ঢাবির ১১৩ শিক্ষার্থীকে বিভিন্ন অভিযোগে বহিষ্কার

ঢাবির ১১৩ শিক্ষার্থীকে বিভিন্ন অভিযোগে বহিষ্কার

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, উত্ত্যক্ত করা, মাদক গ্রহণ ও উচ্ছৃঙ্খল আচরণসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, এদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করায় সমাজকল্যাণ বিভাগের নাজমুল আলম জিম নামে একজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে এবং ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী আজ ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বহিষ্কারের এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA