চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজাকে (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) বেলা ১১টার দিকে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ। দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এএসআই তারেক জানান, গোলাম মর্তুজা বৈধ পাসপোর্টে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে আটক করে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, গোলাম মর্তুজার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রয়েছে। রোববার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গোলাম মর্তুজা ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত জীবননগর উপজেলা পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ছিলেন এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি...
ভারতে যাওয়ার পথে আওয়ামী নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গা প্রতিনিধি

টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
জামান আখতার, চুয়াডাঙ্গা

টানা চার দিন সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। এর মধ্যে তিন দিন ছিল তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ। সে ধারাবাহিকতায় রোববার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতায় বুধবার ৩৬ দশমিক ৮, বৃহস্পতিবার ৩৯ দশমিক ৭, শুক্রবার ৪১ দশমিক ২ ও শনিবার ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। এর মধ্যে বৃহস্পতিবার থেকে রোববার একটানা চার দিন সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। তাপপ্রবাহ চলাকালে শহরে জন-মানুষের চলাচল অনেকটাই সীমিত দেখা গেছে। প্রখর তাপে শ্রমজীবী মানুষেরা অল্পতেই হাঁপিয়ে...
আ.লীগ নিষিদ্ধের খবরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মিছিল, মিষ্টি বিতরণ
পিরোজপুর প্রতিনিধি

আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলার নেতাকর্মীরা। শনিবার (১০ মে) রাত ১২ টায় পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাঈদী ফাউন্ডেশনে এসে শেষ হয়। এ সময় পিরোজপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, ছাত্র-জনতা ৩৬ এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। ৯ মাসের মাথায় তাদেরই করা আইনে আজকে তারা নিষিদ্ধ হয়েছে। এই খুনী আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অজুহাত দিয়ে আমাদের ছয়জন ভাইকে ফাঁসি দিয়েছে। অনেককে জেলখানার মধ্যে মৃত্যুবরণ করতে হয়েছে। অনেক ভাই শাহাদৎ বরণ করেছে, অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে, তাদের ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আল্লাহ আওয়ামী...
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১
যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কর্মী আশা ঢাকায় (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে। গত শনিবার (১০ মে) বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মইদুল (৩০)। মিছিলটি জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লব নামে এক নেতার নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত হন আশা ও মইদুল। তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা...