স্পেশাল কোচে ঢাকা ছাড়লেন সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীরা

সংগৃহীত ছবি

স্পেশাল কোচে ঢাকা ছাড়লেন সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন কোচ সোনার বাংলা এক্সপ্রেস। গত ১৬ এপ্রিল দুর্ঘটনায় পড়েছিল কোচটি। এ কারণে ১৭ এপ্রিল ঢাকা স্টেশন থেকে ট্রেনটির শিডিউল বাতিল করা হয়। তবে ওই সেদিনের যাত্রীরা বুধবার (১৯ এপ্রিল) ‘সোনার বাংলা স্পেশাল’ ট্রেনে চেপে ঢাকা স্টেশন ছেড়েছেন।

এ দিন ৩০ মিনিট বিলম্বে সকাল সাড়ে ৮টায় ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে যায়।  

৩০২০ নাম্বার মিটারগেজ লোকমোটিভের সঙ্গে ১৪ কোচের বিশেষ এই ট্রেনে যাত্রী আছেন ৩১৭ জন। আজ লোকমোটিভ পরিচালনার দায়িত্বে আছেন লোকমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকমাস্টার মো. মজিবুর রহমান। ট্রেনের গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমুল শিকদার।

ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির গণমাধ্যমকে বলেন, আমরা ১৭ এপ্রিলের এই ট্রেনের মোট ৫৮৪টি আসন বিক্রয় করেছিলাম। এর মধ্যে দুর্ঘটনার পর ২৬৭টি আসন রিফান্ড করেন যাত্রীরা। অবশিষ্ট ৩১৭ জন যাত্রী এই ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন।

news24bd.tv/আইএএম