পদ্মার এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার ৮০০ টাকায়

পদ্মার এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার ৮০০ টাকায়

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ২ কেজি ৫৮০ গ্রাম ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ৯ হাজার ৮০০ টাকায়। শনিবার (১৩ মে) সকাল ১০ টার দিকে ফরিদপুর দেবুপর চরের জেলে জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ি মো. শাহজাহান শেখ কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলে জাহাঙ্গীর হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে বের হলে তার জালে অন্য মাছের সাথে বড় একটি ইলিশ মাছ জালে ধরা পড়ে।

পরে মাছটি দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে ৫ নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ি শাহজাহান শেখ মাছটি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ২৮৮ টাকায় কিনে নেন। এর পর মুঠোফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ৩ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করে দেন।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, অনেকদিন পরে বড় এই ইলিশ মাছটি জেলেদের কাছ থেকে কিনেছি। বড় এই মাছটি পেয়ে আমার আজ খুবই ভালো লাগছে।

মাছটি বিক্রি করে আমার কিছু টাকা লাভও হয়েছে।

news24bd.tv/কেআই 

এই রকম আরও টপিক