ডেঙ্গুতে ঝরল আরও ১১ প্রাণ, হাসপাতালে ২৭৮২

ডেঙ্গুতে ঝরল আরও ১১ প্রাণ, হাসপাতালে ২৭৮২

অনলাইন ডেস্ক

দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ কমছেই না। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৬৫৭ জন মারা গেলেন। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮২ জন।

তাদের মধ্যে ১ হাজার ৮৩১ জন ঢাকার বাইরের।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ১৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৯১৬ জন।

এর মধ্যে ঢাকার ৬২ হাজার ৪৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

news24bd.tvতৌহিদ