মাদক মামলার তিনজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সংগৃহীত ছবি

মাদক মামলার তিনজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জের মাদক মামলার আটক তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি হলেন জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ওবায়দুল হক, একই গ্রামের সরেমদ্দিনের জাকিরুল ইসলাম ও আমিরুল ইসলাম।  

বুধবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দুই আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ প্রদান করেন। এছাড়াও ১২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের আদেশ দেয় ওই বিচারক।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১৮ মার্চ নবাবগঞ্জ উপজেলার ছোট হাতিশাল গ্রামে আসামি ওবায়দুল হকের বাসা থেকে ১৫০ বোতল, জাকিরুলের বাসা থেকে ৮১ বোতল ফেন্সিডিল ও আমিরুলের বাসা থেকে ৭৫ বোতল মোট ৩০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।  

পরে র‌্যাবের এসআই খন্দকার হেলাল উদ্দিন গ্রেপ্তারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবি রবিউল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেন।