শুরুতেই দক্ষিণ আফ্রিকা ইনিংসে কাঁপন ধরালেন শরীফুল-মিরাজ

সংগৃহীত ছবি

শুরুতেই দক্ষিণ আফ্রিকা ইনিংসে কাঁপন ধরালেন শরীফুল-মিরাজ

অনলাইন ডেস্ক

মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। দুজনে তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুই টপ অর্ডার ব্যাটারকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, রিজা হেনড্রিকস ও ফন ডার ডুসেনের বিদায়ে ২২ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ১১৩ রান।  

আজ মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা স্পিনে একটু বলেই কি-না, নতুন বলে মোস্তাফিজুর রহমানের সঙ্গে এক প্রান্তে মেহেদী হাসান মিরাজ আসেন। তবে টাইগারদের প্রথম ব্রেকথ্রু এনে দেন শরীফুল। তার দারুণ এক ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হন হেনড্রিকস। ১২ রান করে ফেরেন এই ওপেনার।
 

পরের ওভারে উইকেটে নতুন আসা রাসি ফন ডার ডুসেনকে একই পথ দেখিয়ে দেন মিরাজ। তার স্পিন সামাল দিতে না পেরে এলবিডব্লুউ হন ডুসেন। মাত্র ১ রানেই থামেন তিনি।

বর্তমানে অধিনায়ক এইডেন মার্করামকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করছেন কুইন্টন ডি কক।

news24bd.tv/SHS