৫% প্রণোদনা বাস্তবায়নের দাবি কুয়েত প্রবাসীদের

সংগৃহীত ছবি

৫% প্রণোদনা বাস্তবায়নের দাবি কুয়েত প্রবাসীদের

অনলাইন ডেস্ক

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনা চালু রয়েছে। এর সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ উদ্যোগে আরও অতিরিক্ত আড়াই শতাংশ যুক্ত করার যে আভাস পাওয়া গেছে তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীরা।

জামাল উদ্দিন ও বশির মোল্লা নামে দুজন কুয়েত প্রবাসী বলেন, পাঠানো রেমিট্যান্সের উপর ৫% প্রণোদনার খবরে অনেক খুশি হয়েছিলাম। আমার মত অনেক প্রবাসী টাকা পাঠাতে আসছে।

কিন্তু আগের মতো ২.৫% প্রনোদণা দিচ্ছে।  

তবে কিছুদিন আগে বিভিন্ন মিডিয়ায় সংবাদের ৫% প্রণোদনার কথা বললেও এখনো পাইনি। ৫% প্রনোদনা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

অপর এক প্রবাসী মোহাম্মদ রহিম বলেন, আমাদের প্রণোদনা দরকার নাই আমাদের দরকার সম্মান।

একটা প্রবাসী কার্ড দিলে যেন আমারা ছুটিতে দেশে গেলেও সরকারি বেসরকারি অফিসে কোনো কাজে গেলে দ্রুত সেবা পাই। কাজের বিনিমেয় ঘুষ ও হয়রানি যেন বন্ধ করা হয়।
news24bd.tv/AA