গোয়েন্দা নজরদারির পাশাপাশি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নিরাপত্তা বাড়ানো হবে: র‍্যাব

সংগৃহীত ছবি

গোয়েন্দা নজরদারির পাশাপাশি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নিরাপত্তা বাড়ানো হবে: র‍্যাব

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের অফিসের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন।  

র‍্যাব জানায়, রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

 এরপরই র‍্যাবের ডিস্পোজাল ইউনিট এসে আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে।

এ ঘটনার পর গোয়েন্দা নজরদারি পাশাপাশি নিরাপত্তা আরও বাড়ানো হবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে। এসময় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানায় র‍্যাব।

একইসময় ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এরপর রিয়াজউদ্দিন রিয়াজ বলেন, এ ধরনের নাশকতাকারীরা কখনোই তাদের উদ্দেশ্যে সফল হবে না।

news24bd.tv/SHS