যে আসনে নৌকা পেলেন নাজমুল হাসান পাপন

সংগৃহীত ছবি

যে আসনে নৌকা পেলেন নাজমুল হাসান পাপন

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র পেয়েছেন নাজমুল হাসান পাপন। এনিয়ে চতুর্থবারের মতো মনোনয় পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই সভাপতি।  

২০০৯ সালে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তার ছেলে নাজমুল হাসান পাপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

পরের দুই মেয়াদেও এই আসনে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন পাপন।  

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

ক্রিকেটাঙ্গন থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসন থেকে পঞ্চমবারের মতো মনোনয়ন পেয়েছেন।  

নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো মনোয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটাঙ্গন থেকে মনোনয়ন পাওয়া নতুন মুখ সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাকিবকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দেয়।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  
news24bd.tv/aa