দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে এগিয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে এগিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংস বাংলাদেশ শেষ করেছিল ৩১০ রানে। নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে নিউজিল্যান্ডও খুব একটা সুবিধা করতে পারেনি। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৬৬ রান।  

শুরুতেই ডেভন কনওয়ে ও টম ল্যাথামকে হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

তবে তিনে খেলতে নেমে দলের হাল ধরেন কেন উইলিয়ামসন। ডেরিল মিচেল ও গ্লেন ফিলিপস তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন। তবে বাকি কিউই ব্যাটাররা সুবিধা করতে পারেননি। যদিও উইলিয়ামসনকে অন্তত দু’বার জীবন দিয়েছে বাংলাদেশের ফিল্ডাররা।
 

২০৫ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কিউই অধিনায়ক।  

তাইজুল ইসলামের ঘূর্ণি সামলাতে পারেননি কিউই ব্যাটাররা। ২৬৬ রান তুলতেই খোয়া যায় তাদের ৮ উইকেট। তাইজুল একাই নিয়েছেন ৪ উইকেট।

news24bd.tv/কেআই