‘মালেকা সুন্দরী’ সিনেমার পরিচালক মারা গেছেন

‘মালেকা সুন্দরী’ সিনেমার পরিচালক মারা গেছেন

অনলাইন ডেস্ক

চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি মারা গেছেন। সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

এক শোক বিজ্ঞপ্তিতে তিনি জানান,  বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব এবং বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বীরমুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর ১ টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলে জানান তিনি।

নূর মোহাম্মদ মনি কয়েক দশক ধরে সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

১৯৯৮ সালে সুপারহিট ‘ঘাটের মাঝি’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর তিনি নির্মাণ করেছেন ‘প্রতিশ্রুতি’, ‘রাজা কেন সন্ত্রাসী’, ‘রসিয়া সুন্দরী’, ‘মালেকা সুন্দরী’, ‘পদ্মা আমার জীবন’।

news24bd.tv/TR