এক রাতে কুড়িগ্রাম-রংপুর রেললাইনে ১০ নাট-বল্টু উধাও

নাট-বল্টু খুলে নেওয়া কুড়িগ্রাম-তিস্তা-রংপুর রেললাইন পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

এক রাতে কুড়িগ্রাম-রংপুর রেললাইনে ১০ নাট-বল্টু উধাও

অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাঁটমারী নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা ঠাঁটমারী বদ্ধভূমির কাছে রেললাইনের অন্তত ১০টি নাট-বল্টু খুলে ফেলে।

স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে আজ মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ঘটনাস্থল পরিদর্শন করে রেল বিভাগের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক জানান, ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর ওপরের রেললাইনে নাট-বল্টু কে বা কারা খুলে নিয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের একজন উপসহকারী প্রকৌশলী এটাকে চুরির ঘটনা বলে জানিয়েছেন। রেল বিভাগ লাইন মেরামত করেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।

রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, বিষয়টি নাশকতা নয়। কে বা কারা নাটবোল্ট চুরি করেছে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা নিরাপত্তা জোরদার করেছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

রেলও‌য়ে সূ‌ত্রে জানা গে‌ছে, যথানিয়মে আজ মঙ্গলবার সকাল ৭টা ২০ মি‌নি‌টে আন্তনগর ট্রেন কু‌ড়িগ্রাম এক্স‌প্রেস এবং সোয়া ১০টার দি‌কে চিলমারী ক‌মিউটার লোকাল ট্রেন কু‌ড়িগ্রাম স্টেশন ছে‌ড়ে যায়। এরপর দুপু‌রে নাট-বল্টু খু‌লে থাকার বিষয়‌টি রেল বিভা‌গের নজ‌রে আসে।

news24bd.tv/aa