থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

থাইল্যান্ডের একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২১

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডের কেন্দ্রে অবস্থিত একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। খবর সিএনএনের।

পুলিশ কর্ণেল পিরাপুজ রাওয়াংবার্ন সিএনএনকে জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। বুধবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪টায় রাজধানী ব্যাংককের উত্তরে অবস্থিত সুফান বুরি প্রদেশে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ধ্বসে পড়া কারখানার ধ্বংসস্তুপের ভেতর থেকে মৃতদের শরীরের অংশবিশেষ উদ্ধার করার জন্য উদ্ধারকারীরা এবং ফরেনসিক কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এই মুহূর্তে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে আছেন। তাকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে এবং তিনি অসতর্কতার ফলে দুর্ঘটনাটি ঘটেছে কিনা সেটি খুঁজে বের করতে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন।

আতশবাজি দুর্ঘটনা থাইল্যান্ডের জন্য নতুন কিছু নয়।

গত বছর মু নো নামক গ্রামে এক আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিহত এবং ১২১ জন আহত হয়েছিলেন। এ ঘটনায় ১০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

news24bd.tv/ab