পাবনার হাটবাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

চার দিনের ব্যবধানে পাবনার হাটবাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

পাবনার হাটবাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

পাবনা প্রতিনিধি

চার দিনের ব্যবধানে পাবনার হাটবাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজার ঘুরে খুচরা ও পাইকারী বিক্রেতাদের সাথে আলাপ করে জানা গেছে, চারদিন আগেও পাবনার বিভিন্ন বাজারে পেঁয়াজের দর ছিল কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকার মধ্যে। এর বিপরীতে মঙ্গলবার(৩০ জানুয়ারি) সেই দাম ৮০ থেকে ৮৫ টাকায় উঠেছে।

দাম বৃদ্ধির কারণ হিসেবে খুচরা ও পাইকারী বিক্রেতা ও আড়তদাররা বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়াকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তারা জানিয়েছেন, মুলকাটা পেঁয়াজ বেশিদিন মজুদ রাখা যায় না। আবার নতুন পেঁয়াজও এখনও ওঠেনি। এ কারনে বাজারে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। কম সরবরাহের বিপরীতে চাহিদা বেশী থাকায় গত দুই-তিনদিনে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে।

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, দাম খুব বেশী নয়। এ সময় এটাই পেঁয়াজের স্বাভাবিক দাম। সরবরাহ না থাকায় দাম এ পর্যায়ে এসেছে। তারপরেও আমাদের নিয়মিত অভিযান চলছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক