ট্রেড ইউনিয়ন করতে হলে ১৫ শতাংশ শ্রমিকের স্বাক্ষর লাগবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক-ফাইল ছবি।

ট্রেড ইউনিয়ন করতে হলে ১৫ শতাংশ শ্রমিকের স্বাক্ষর লাগবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে সব কারখানার জন্য শ্রমিকদের স্বাক্ষরের হার ১৫ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইএলও এর কান্ট্রি ডিরেক্টর  তুওমো পোটিয়াটিনসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন তিনি।

আইনমন্ত্রী বলেন, শিল্প কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা আরও সহজ করেছে সরকার। আগে তিন হাজারের বেশি শ্রমিক থাকলে ১৫ শতাংশ ছিল স্বাক্ষরের হার আর বাকিদের জন্য ২০ শতাংশ ছিল।

এখন সবার জন্য একইরকম করা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া মন্ত্রণালয়ের

শ্রম আইন সংশোধনী এই সংসদে পাশ হওয়ার কথা থাকলেও আইনমন্ত্রী বলেন, এটা হবে কি হবে না তা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

শ্রম আইন নিয়ে আইএলও’র প্রতিনিধিরা অনেকগুলো সাজেশন দিয়েছেন। সেগুলো নিয়ে কাজ করতে আরও সময় লাগবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, সব যুক্ত করে তারা চান সম্পুর্ন একটা আইন হোক।

সরকার তাদের সাজেশন কতটুকু যুক্ত করবে তা নিয়ে কাজ চলছে।

news24bd.tv/ab