'টুয়েলভথ ফেল' ছবির পেছনের গল্প জানালেন বিক্রান্ত

'টুয়েলভথ ফেল' ছবির পেছনের গল্প জানালেন বিক্রান্ত

অনলাইন ডেস্ক

বলিউডের মুক্তি পাওয়া ছবি 'টুয়েলভথ ফেল' রীতিমতো হইচই ফেলেছে গোটা ভারতে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও বহু মানুষের মন ছুঁয়ে যায় ছবিটি। এবার পর্দার সেই ‘আইপিএস মনোজ অভিনেতা বিক্রান্ত ম্যাসি 'টুয়েলভথ ফেল' এর প্রস্তুতির পেছনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

সম্প্রতি জিকিউ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেন, আমি প্রায় দেড় বছর ছবিটির জন্য প্রস্তুতি নিয়েছি।

আমায় ওজন কমাতে এবং ত্বক ট্যান করতে হয়েছিল। এদিকে ট্যানিং করতে গিয়ে আমার চামড়াটাই আসলে পুড়ে গিয়েছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে শুটিংই হয়ত কয়েক সপ্তাহর জন্য পিছিয়ে দিতে হবে। '

বিক্রান্তের কথায়, 'বিধু বিনোদ চোপড়া একজন পারফেকশনিস্ট।

' তিনি ৩৬ বছর বয়সী একজন অভিনেতা, যিনি ১৯ বছর বয়সী ইউপিএসসি প্রার্থীর চরিত্রে অভিনয় করেছেন। আর তাই পরিচালক তাঁকে ওজন কমাতে এবং কম বয়সী দেখানোর জন্য ত্বককে কালো করার কথা বলেছিলেন।

আরও পড়ুন: নতুন অতিথি এলো 'টুয়েলভথ ফেল' অভিনেতার ঘরে

বিক্রান্ত বলেন, যখন তিনি পরিচালক বিধু বিনোদ চোপড়াকে চামড়া পুড়ে যাওয়ার কথা বলেছিলেন। পরিচালক তাঁকে বলেন, ‘এটা আসলে শাপে বর হয়েছে’। এর ফলে আর কোনও মেকআপের প্রয়োজন পড়বে না। পরিচালক তাঁকে বলেছিলেন, চরিত্রের জন্য তাঁকে আরও রুক্ষ্ম হতে হবে, এটাই আসলে প্রয়োজন ছিল।

খুব শিগগির ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বিক্রান্তকে।   

news24bd.tv/TR