বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিলো ‘ঐশ্বরিক’ : নৌ-প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিলো ‘ঐশ্বরিক’ : নৌ-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর মুক্তিকামী সমগ্র জাতীর জন্য এখনো প্রাসঙ্গিক।  এই ৭ই মার্চ একদিনে আসেনি। সাড়ে ৭ কোটি মানুষের দীর্ঘদিনের বঞ্চনার  ফসল এই ৭ই মার্চ।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সামাজিক সংগঠন সম্প্রতি বাংলাদেশ আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ১৯ মিনিটের ভাষণ দেন, তা ছিলো বাংলার মানুষের মুক্তির আহ্বান। ঈশ্বরিক এই আহবানের ফলে এ দেশের মানুষ পায় চিরকালীন মুক্তির স্বাদ।

এসময় সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, বঙ্গবন্ধু সেদিন তাঁর ভাষণে ১ হাজার ১০৮টি শব্দ ব্যবহার করেছিলেন। প্রতিটি শব্দই ছিলো বাঙালী জাতিকে জাগরণের জন্য।

পুরো বক্তৃতায় তিনি ছিলেন অত্যন্ত সাবধানী। তাঁর এই ভাষণ শুধু শোনা নয়, পড়াও উচিত।

নৌ-প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে। তাঁর এই আদর্শকে বাদ দিলে দেশ এগোবে না। অতীতে তাঁকে যতো ছুঁড়ে ফেলা হয়েছে, দেশ ততো পিছিয়েছে। তিনি বলেন, এখন সময় এসেছে সাম্প্রদায়িক নির্মূল করার। না হলে দেশের কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হবে না।

news24bd.tv/FA