মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি রাজাকার ছিল গোপালগঞ্জে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি রাজাকার ছিল গোপালগঞ্জে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সময় গোপালগঞ্জে সবচেয়ে বেশি রাজাকার ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে জিয়া মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি  এই কথা বলেন।

গয়েশ্বর বলেন, গোপালগঞ্জের অধিবাসী ও বর্তমানে অনেক সরকারি কর্মকর্তার পরিবারও মুক্তিযুদ্ধবিরোধী ছিলেন।

এ সময় মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা কি ছিল তা জানতে চান গয়েশ্বর।

দেশের স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, বিএনপি হতাশ নয় বরং আন্দোলন গতিশীল করতে দলটি অপেক্ষা করছে। ভোট দেয়ার নিশ্চয়তা নেই জেনে আওয়ামী লীগের ভোটাররাও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে যায় না।

news24bd.tv/ab