জামালপুরের সরিষাবাড়ীতে দুই পৃষ্ঠার একটি চিরকুট লিখে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ওই পরীক্ষার্থীর নাম মেহেদী হাসান আপন (১৫)। বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে শুক্রবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার এসআই রাশেদ মিয়া। নিহত মেহেদী হাসান আপন উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া গ্রামের ইটভাটার শ্রমিক শিপন মিয়ার ছেলে ও বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। চিরকুটে লেখা রয়েছে, শুরুতেই বলি সালাম নেবেন। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমি আপনাদের অনেক ক্ষতি করেছি, আপনাদের সঙ্গে খারাপ আচরণ করেছি। আমি ছোট থেকেই অনেক খারাপ, নিজেকে কখনও ভালো করতে পারি নাই। বাবার কথা রাখতে পারি নাই, বাবার মনে অনেক কষ্ট দিয়েছি। বাবা আপনার পা দুটি ধরে মাফ চাইতে পারলাম না। আপনি আমাকে...
দুই পৃষ্ঠার চিরকুট লিখে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
অনলাইন ডেস্ক

সিলেটে ক্লিনিকে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রোগীরা
অনলাইন ডেস্ক

সিলেট নগরীর কাজলশাহ এলাকায় অবস্থিত একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. নুরুল হুদা নাঈমের মালিকানাধীন এনজেএল-ইএনটি সেন্টারে এই দুর্ঘটনার সময় রোগীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ভবনের তৃতীয় তলায় অপারেশন থিয়েটারে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কেবিনগুলোতে এবং পুরো তলায় ধোঁয়ায় ভরে যায়। এতে কেবিনে থাকা রোগীরা আটকা পড়ে পড়েন। আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে রোগীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে একজন নার্সসহ আরও দুজনকে নিরাপদে বের করে আনেন। জানা গেছে, চার তলা ভবনের এই ক্লিনিকটিতে মোট ৯টি কেবিন রয়েছে এবং ঘটনার সময় প্রতিটি কেবিনেই রোগী...
সুনামগঞ্জে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

ঘাস কাটার জন্য এসে সৈয়দুল ইসলাম (২৪) নামের এক যুবক খুন হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুরে। শুক্রবার (১৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ফসলি জমি থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সৈয়দুল ইসলাম মেঘারকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হন। একপর্যায়ে রৌয়াইল গ্রামে ফসলি জমিতে তার গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আরও পড়ুন রাজধানীর জিগাতলায় শিক্ষার্থী খুন ১৬ মে, ২০২৫ এদিকে ছেলের মৃত্যুর খবরে বাবা ইউনুস মিয়া বলেন, আমার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমি জড়িত ব্যক্তিদের বিচার চাই। আমি মামলা করব।...
কয়লা তৈরির ২৩ চুল্লি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ ২৩টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। এ সময় চুল্লির ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা, পরিদর্শক মো. আমিনুল হক। এসময় পরিবেশ দূষণকারী কাঠ দিয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। চুল্লির ম্যানেজার মো. সেলিম হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কাঠালিয়া থানার পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর