সরকারের সেবার মান সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলা প্রশাসন বলছে, সঠিকভাবে গ্রাম আদালত বাস্তবায়ন হলে কমে আসবে মামলার জটিলতা। মঙ্গলবার (২০ মে) সদর উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। প্রশিক্ষণে দেওয়ানী মামলায় ২০ টাকা এবং ফৌজদারিতে ১০ টাকায় ৭ থেকে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হয় বলে জানানো হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণে সদরের রাজাগাঁও, আউলিয়াপুর, শুখানপুকুরী, গড়েয়া, চিলারং, রহিমানপুর ইউনিয়নের প্রতিনিধিদের গ্রাম আদালত গঠন, ফৌজদারি ও দেওয়ানী মামলা দ্রুত নিষ্পত্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। গ্রাম আদালত বাস্তবায়ন হলে মামলার জটিলতা অনেকটাই কমে আসবে...
মাত্র ১০ থেকে ২০ টাকায় মামলা নিষ্পত্তি হয় যে আদালতে
ঠাকুরগাঁও প্রতিনিধি

গ্রামে বসে হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তারা

জাকিরুল ইসলাম ও আইদুল নামে দুই হ্যাকারকে আটক করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ। জানা গেছে, আটক দুই ব্যক্তি গ্রামে বসে মোবাইল ব্যাংকিং অ্যাকউন্ট হ্যাক করে মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা-ভোগীদের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। গোবিন্দগঞ্জ থানার এসআই আবু তালেব ও এসআই তাহসিনুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে হ্যাকার জাকিরুল ও আইদুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার (২০ মে) আদালতে প্রেরণ করেন। আটক জাকিরুল উপজেলার বালুয়া বাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে ও আইদুল ইসলাম একই এলাকার আব্দুলের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম তাদেরকে আটকের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে যৌথবাহিনী অভিযানে দুই চিহ্নিত হ্যাকারের বাড়ি থেকে...
বন্য হাতির আক্রমণে শেরপুরে নিহত ২
শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে আজিজুর রহমান আকাশ (৩৮) ও এফিলিস হাগিদক (৫২) নামে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী দরবেশতলা ও গজনী এলাকায় এসব ঘটনা ঘটে। নিহত আকাশ পেশায় ভ্যানচালক ও উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং এফিলিস হাগিদক পেশায় সিএনজি অটোরিকশা চালক ও গজনী এলাকার সহেন সিমসাং এর ছেলে। বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম হাতির আক্রমণে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত নয়টার দিকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী দরবেশতলা এলাকায় ২০-৩০টি বন্য হাতি দল বেঁধে লোকালয়ে নেমে আসে। এ সময় এলাকার মানুষ জানমাল রক্ষায় হাতি তাড়াতে লাঠি নিয়ে ধাওয়া করেন। এ সময় আকাশ হাতির খুব কাছাকাছি...
কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজিবি সেক্টরের সামনে মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টার দিকে ২ মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫) এবং একই এলাকার বাবলু হোসেনের ছেলে তুষার (৪২)। আহতরা হলেন-প্রশান্ত ও পরিমল। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, কুষ্টিয়া বিজিবি সেক্টরের সামনে থেকে ১০০ গজ পূর্বে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় আহত হন দুই মোটরসাইকেলের চার আরোহী। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর