বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এ সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়। এসময় বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা। বক্তারা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই আজ দুই ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি করেছি আমরা। এরপরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন। news24bd.tv/তৌহিদ
ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের কর্মবিরতি
ঠাকুরগাঁও প্রতিনিধি

রাঙামাটির তরুণ উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিং কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান গড়ার লক্ষ্যে ফ্রিল্যান্সিং সর্ম্পকে কম্পিউটার প্রশিক্ষণ দিল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। টানা তিন মাসব্যাপী চলে তরুণ উদ্যোক্তা তৈরি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি। সোমবার সকাল ১০টায় সংস্থাটির উদ্যোগে রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় মনোঘর বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ কক্ষে ফ্রিল্যান্সিং শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। রাঙামাটি ব্র্যাকের সমন্বয়ক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রিজিয়নাল ম্যানেজার, মাইক্রোফাইন্যান্স মো. আবদুল আহাদ। এসময় ব্র্যাকের সিনিয়র এরিয়া ম্যানেজার সুপ্রিয় বড়ুয়া, মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল গঙ্গারাম চাকমা ও ব্র্যাক সিনিয়র এইচআর অফিসার আহমেদ উল্লাহ পারভেজ উপস্থিত ছিলেন।...
আড়িয়াল খাঁ নদে নিখোঁজ তরুণীর মরদেহ
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে জান্নাতুল আক্তার(১৬) নামে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার করেছে তার স্বজনেরা। সোমবার(৫ মে) ভোরে উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার(৩ মে) দুপুরে ফুপাতো বোনকে নিয়ে গোসল করতে এসে স্রোতে তলিয়ে যায় জান্নাতুল। জানা গেছে, সোমবার সকালে চরকামারকান্দি এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর দিলে নৌপুলিশ এবং নিহতের স্বজনেরা ঘটনাস্থলে আসে। লাশ উদ্ধারের পর সনাক্ত করে পরিবারের লোকজন। এদিকে মরদেহ পাওয়ার পর শোকের মাতম ওঠে। নিহত জান্নাতুল উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকার প্রবাসী গনি ফকিরের মেয়ে। গত শুক্রবার নদের পাড় সংলগ্ন চরশ্যামাইল এলাকায় ফুপু বাড়িতে বেড়াতে আসে জান্নাতুল। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রী ছিল। নিহতের পরিবার জানান,গত...
প্ল্যাটফর্মের কাছে আসতেই বিকট শব্দে লাইনচ্যুত ট্রেন
অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বনলতা ট্রেনের যাত্রীরা বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। প্ল্যাটফর্মের কাছে আসতেই বিকট শব্দ। পরে ছুটে গিয়ে দেখি একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর রেলের লোকজন ঘটনাস্থলে আসে। যাত্রীরা জানান, বনলতা ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হবে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেলওয়ে স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর