ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করেছে তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ টিসিজি বুইয়ুকাদা। রোববার পাকিস্তান নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এটি তুরস্ক-পাকিস্তান সামুদ্রিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খবর ইন্ডিয়া ডট কমের। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, করাচি বন্দরে পৌঁছানোর পর যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। কয়েকদিন সেখানে অবস্থানের সময় জাহাজের নাবিকরা পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যৌথ প্রশিক্ষণ ও সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নেবেন বলে জানানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক অনেক মজবুত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের সাবমেরিন আধুনিকীকরণে সহায়তা করছে। তুরস্ক থেকে পাকিস্তানে ড্রোনসহ...
হঠাৎ পাকিস্তানে তুরস্কের যুদ্ধজাহাজ, কী হতে চলেছে?
অনলাইন ডেস্ক

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, পাল্লা ১২০ কিমি
অনলাইন ডেস্ক

আবারও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। যার পাল্লা ছিল ১২০ কিলোমিটার। এটি ফাতাহ সিরিজের। যা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। আজ সোমবার (৫ মে) পাকিস্তানের সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। খবর দ্য ডনের ডন বলছে, পাকিস্তান সোমবার সফলভাবে ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই উৎক্ষেপণটি চলমান সামরিক মহড়া এক্স ইন্ডাস-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত ন্যাভিগেশন সিস্টেম ও নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাসহ...
‘সব এয়ারলাইনকে অনুরোধ করছি ইসরায়েলে ফ্লাইট বাতিল করতে’
অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা কঠোর প্রতিশোধ নেবেন এবং এই হামলার জন্য ইরানকেও দায়ী করা হবে। খবর টাইমস অব ইসরায়েলের। গতকাল রোববার (৪ মে) বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক মিসাইল আঘাত হানার পর তিনি এই মন্তব্য করেন। এদিকে, হুথি পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের ওপর সম্পূর্ণ আকাশপথ অবরোধ চালু করেছে এবং একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। ইয়েমেন থেকে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সব এয়ারলাইনকে অনুরোধ করছি ইসরায়েলে ফ্লাইট বাতিল করতে। আরও পড়ুন এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ কাল ০৩ মে, ২০২৫ এদিকে, সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলাইডিসের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন, আমরা হুথিদের হুমকি সহ্য করব না।...
কাশ্মীরি যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
অনলাইন ডেস্ক

দক্ষিণ কাশ্মীরের কুলগামে ২৩ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং এরপরই তার মৃতদেহ একটি নালায় পাওয়া যায়। অন্যদিকে পুলিশ দাবি করেছে, তিনি একটি জঙ্গি আস্তানার সন্ধান দিতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম ইমতিয়াজ আহমদ মাগরেই। তিনি কুলগামের তাংমার্গ এলাকার বাসিন্দা। রোববার তার মৃতদেহ ভেশাও নালায় পাওয়া যায়। পরিবার বলছে, ইমতিয়াজকে সেনাবাহিনী কয়েকদিন আগে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং এরপর আর তার খোঁজ মেলেনি। তাদের দাবি, এটি একটি হেফাজতে হত্যার ঘটনা। গতকাল রোববার নিহতের বাড়িতে যান ন্যাশনাল কনফারেন্স নেত্রী ও জম্মু-কাশ্মীরের স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রী সাকিনা ইটো। তিনি বলেন, ইমতিয়াজকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর