আশুগঞ্জ ভাইস চেয়ারম্যানের গাড়ি গুলি, নিহত ১

ছবি সংগৃহীত

আশুগঞ্জ ভাইস চেয়ারম্যানের গাড়ি গুলি, নিহত ১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেনের গাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় গাড়িতে থাকা বানু দাস (৪৫) নামে এক গ্রামপুলিশ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কে এ ঘটনা ঘটে।

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে খাটিহাতা বিশ্বরোড এলাকায় পাম্প থেকে গ্যাস আনতে যাচ্ছিল আমার গাড়িচালক।

বাহাদুরপুর-তালশহর সড়কের সামনে পৌঁছার পর ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল আমার গাড়ি থামিয়ে চালককে টেনে হেঁচড়ে নামায়।

এ সময় গাড়িতে থাকা গ্রামপুলিশ বানু চিৎকার দিতে চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বানুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা আমাকে ও আমার বাবাকে মারতে এসেছিল।

আমরা গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যাই। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মো. মাসুদ আলম যুগান্তরকে বলেন, কেন এই হত্যাকাণ্ড তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে ঘটনার তদন্ত চলছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর