ময়মনসিংহে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল নেতার নাম মো. রাব্বী (২৩)। তিনি মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নগরীর কেওয়াটখালী মড়লপাড়া পাওয়ার হাউজ রোড এলাকার বাসিন্দা মো. আব্দুর রউফের ছেলে। এ ঘটনায় আহত রাব্বী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে রাব্বী উল্লেখ করেন, ঘটনার সময় তিনি বাকৃবি ১ নম্বর গেট এলাকায় বসে ছিলেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ছাব্বির (২৩) নামের এক যুবক তার ওপর চড়াও হন এবং মাথায় ছুরিকাঘাত করেন। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন জানান, রাব্বী স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম...
ছাত্রদল নেতার মাথায় ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক

কালীগঞ্জে পাওয়ার টিলার ও ভ্যান সংঘর্ষ, নারী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পাওয়ার টিলার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক সুমন হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বারবাজার-হাকিমপুর সড়কের গলাকাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার খাতুন উপজেলার হাসিলবাগ গ্রামের আবুল কাশেমের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাসিলবাগ গ্রাম থেকে ভ্যানটি বারোবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বারবাজার গলাকাটা মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচলী বোঝাই পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার ওপর পড়ে যান ভ্যানচালক ও ভ্যানে থাকা ওই নারী যাত্রী। এ সময় ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করে বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাকারিয়া মাসুদ বলেন, খবর পেয়ে...
প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অনশন, বিয়ের দাবি
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন ধরে অনশন করছেন এক কলেজছাত্রী। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্তও ওই প্রেমিকা কলেজছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। এর আগে গত রোববার সকাল থেকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে প্রেমিক রাজু আহম্মেদের (২০) বাড়িতে অনশন শুরু করে ওই প্রেমিকা। আর প্রেমিকা আসার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে প্রেমিক রাজু। জানা যায়, এক বছর আগে ফেসবুকে পরিচয় হয় তাদের। পরে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রেমিকা ওই ছাত্রীর সাথে বিভিন্ন জায়গায় দেখা করেন রাজু। একপর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা বলে দাবি করছে। কিন্তু রাজু আহম্মেদ ও তার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় অনশন শুরু করেছে ওই প্রেমিকা। মেয়েটি বলে, আমার সাথে রাজুর অনেক...
সহকর্মীর ঘুম ভাঙছে না, খোঁজ নিতে গিয়ে যা দেখলেন বিজিবি সদস্যরা
নিজস্ব প্রতিবেদক

হয়তো ঘুম ভাঙে নি-- এই ভেবে ডাকতে যায় সহকর্মীকে, কিন্তু সাড়া না দেয়ায় দরজা ভেঙে ঢুকতেই চোখে পড়ল ঝুলন্ত মরদেহ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামে। বুধবার (১৪ মে) সকালের দিকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আবু সালেহ আহম্মেদ (৩৫) নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু সালেহ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তিনি বিজিবি-১৭ ব্যাটালিয়নের সিপাহি পদে কর্মরত ছিলেন। বিজিবি সূত্রে জানা গেছে, শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় থাকতেন সালেহ। প্রতিদিনের মতো বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা খোঁজ নিতে গিয়ে তাকে নিজ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর