রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুলশানের চেয়ারপার্সনের কার্যালয় থেকে যমুনার উদ্দেশে রওনা দিয়েছেন। বিএনপির প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদ। এছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সাক্ষাৎ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায়...
যমুনার উদ্দেশে রাজনৈতিক নেতারা
নিজস্ব প্রতিবেদক

চাকুরিচ্যুত হলেন সিনিয়র সহকারী সচিব সোনিয়া
প্রেস বিজ্ঞপ্তি

অসদাচরণ ও পলায়নের অভিযোগে সিনিয়র সহকারী সচিব সোনিয়া আফরিনকে চাকরিচ্যুত করা হয়েছে। লিয়েন শেষে দেশে না ফেরায় তিনি পালিয়েছেন অভিযোগে তাকে চাকুরিচ্যুত করা হয়েছে বলে জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করলে শনিবার (২৪ মে) তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, অস্ট্রেলিয়ায় অবস্থিত অস্ট্রেলিয়ান এক্সপোর্ট গ্রেইন ইনোভেশন সেন্টারে গ্রেইন কোয়ালিটি টেকনিক্যাল অফিসার পদে চাকরি করতে ২০১৯ সালের ১৪ নভেম্বর লিয়েনের আবেদন করেন সোনিয়া। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৯ সালের ২২ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত তার লিয়েন মঞ্জুর করে। নির্দিষ্ট সময় শেষে সোনিয়া কাজে যোগদান করবেন বলে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে অঙ্গীকারনামা দাখিল করেন। কিন্তু তিনি কাজে যোগ না দিয়ে আগের লিয়েনের ধারাবাহিকতায় ২০২৪ সালের...
সিলেট রুটে ফের ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু করছে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা। আগামী ২৯ মে থেকে সিলেটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। আজ শনিবার (২৪ মে) এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ এ তথ্য নিশ্চিত করেছেন। ইমরান আসিফ বলেন, ঢাকা থেকে সিলেট রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং রাত ৭টা ৩০ মিনিটে, সিলেট থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে। আবার সকাল ৮টা ৫০ মিনিট এবং রাত ৮টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। এ রুটে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৬৯৯ টাকা। তিনি আরও বলেন, সিলেট এয়ার অ্যাস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। এয়ারক্রাফট স্বল্পতার কারণে আমরা কিছুদিনের জন্য সিলেট রুটে ফ্লাইট স্থগিত রেখেছিলাম। যা এখন থেকে নিয়মিত চলবে। এয়ার অ্যাস্ট্রা নিরাপদ...
মুন্নি সাহা ও তার সঙ্গীদের ৩৫টি ব্যাংক হিসাবের ১৮ কোটি টাকা জব্দ
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এসব হিসাবে বর্তমানে মোট ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা স্থিতি রয়েছে। সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে- সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূত প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে তারা বিপুল অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে আরও বলা হয়, অবৈধভাবে উপার্জিত অর্থ নিজেদের এবং সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন করা হয়ে আসছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী অনুসন্ধান শুরু করে এবং অনুসন্ধানকালে দেখা যায়, মোট ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছে, যার মধ্যে বর্তমানে ৩৫টি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর