অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে, বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। শনিবার (১০ মে) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত,...
সন্ধ্যায় উপদেষ্টাদের জরুরি বৈঠক
অনলাইন ডেস্ক

সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও বাংলাদেশ সচিবালয়ের সামনে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার (১০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ শনিবার (১০ মে) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।...
শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এর জন্য প্রক্রিয়া সবসময় চলমান রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন করা আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। শনিবার (১০ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইন্টারপোল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইন্টারপোল আমার কথা অনুযায়ী কাজ করবে না। এক্ষেত্রে তারা (ইন্টারপোল) তাদের আইন-কানুন অনুযায়ী ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন,...
যোগ্য হয়েও পদোন্নতি থেকে বঞ্চিত শিক্ষার ১৬ হাজার কর্মকর্তা
অনলাইন ডেস্ক

যোগ্যতা থাকা সত্ত্বেও শিক্ষা ক্যাডারের প্রভাষক পদের ১৬ হাজার কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন না। দীর্ঘদিন পদোন্নতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে শিক্ষা ক্যাডারে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২০ এপ্রিল থেকে দফায় দফায় বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা হয়েছে। একপর্যায়ে প্রভাষকদের এসিআর নিয়ে আপত্তি তোলা হলে গত বৃহস্পতিবার আবারো সভা করেছেন কমিটির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিষয়টি জানাজানির পর এই ক্যাডারের পদোন্নতি প্রত্যাশীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ টায়ারে সহকারী অধ্যাপক পদে কতজন পদোন্নতি পাবেন তা নিয়ে আলোচনা ও দেনদরবার চলছে। বিগত পদোন্নতিতে বঞ্চিত অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদেরও এই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর