বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ আজ সোমবার (৫ মে) বন্ধ হয়ে যাচ্ছে। ২০০৩ সালে প্রথমবার লঞ্চ হয়েছিলো স্কাইপ। এরপর খুব দ্রুতই তা জনপ্রিয় হয়ে ওঠে। তখন ভিডিও কলিং মঞ্চ মানেই স্কাইপ। যদিও এখন এর জনপ্রিয়তার হার মেনেছে হোয়াটসঅ্যাপ ও মেটার অন্য প্ল্যাটফর্মগুলোর কাছে। সেজন্যই এটি চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকানাধীন সংস্থা মাইক্রোসফট। কিছুদিন আগে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৫ মে থেকে এই স্কাইপ অ্যাপ্লিকেশনে আর কাজ করা যাবে না। একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে স্কাইপ জানিয়েছিলো, আমাদের বিনামূল্যের ভোক্তা সংযোগের অফারগুলোকে স্ট্রিমলাইন করার জন্য এবং যাতে আমরা গ্রাহকের চাহিদার সঙ্গে আরও খাপ খাইয়ে নিতে পারি। একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই ঘোষণা করে মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের মে মাসে আমরা স্কাইপ থেকে...
আজ বন্ধ হচ্ছে স্কাইপ
অনলাইন ডেস্ক

গ্রামেও স্টারলিংকের ১০০ এমবিপিএস নেট, কমছে ডিজিটাল বিভাজন
অনলাইন ডেস্ক

ভাবতেই অবাক লাগে গ্রামের পাহাড়ে বসে দ্রুতগতির নেট ব্যবহার করছে গ্রামীণ জনপদ। সেখানে বসে ইউটিউবে ফোর কে ভিডিও স্ট্রিম করছেন, তাও কোনো বাফারিং ছাড়াই। হ্যা এমন স্বপ্নই বাস্তবে রুপ নিতে যাচ্ছে স্টারলিংকের ইন্টারনেটের মাধ্যম। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি এ দেশে তাদের নেট কার্যক্রম চালুর লাইসেন্স হাতে পেয়ে গেছেন। গত ২৮ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস তাদের এ দেশে ব্যবসা করার অনুমোদন দিয়েছেন। গ্রামে ১০০ এমবিপিএস! আমাদের দেশের বাস্তবতা এমন ঢাকার বাইরে গেলে ফাইবার-নির্ভর ইন্টারনেট প্রায় দুর্লভ। টাওয়ারগুলোর অধিকাংশ এখনো মাইক্রোওয়েভ প্রযুক্তির ওপর নির্ভরশীল, যার ধারণক্ষমতা সীমিত। এই প্রেক্ষাপটে স্টারলিংকের আগমন যেন আক্ষরিক অর্থেই (আকাশ থেকে পড়া নেট।) কেননা, এটি পুরোপুরি স্যাটেলাইট-নির্ভর। ফলে ফাইবার লাগছে না, মোবাইল টাওয়ারের ওপর নির্ভরতা...
স্কাইপ ব্যবাহারকারীদের জন্য দুঃসংবাদ
অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ। ২০০৩ সালে প্রথমবার লঞ্চ হয়েছিল এটি। তারপর খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে বিশ্ব মঞ্চে। তখন ভিডিও কলিং মঞ্চ মানেই স্কাইপ। তবে এখন এর জনপ্রিয়তা হার মেনেছে হোয়াটসঅ্যাপ ও মেটার অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কাছে। তাই এটি চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকানাধীন সংস্থা মাইক্রোসফট। কিছুদিন আগে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৫ মে থেকে এই স্কাইপ অ্যাপ্লিকেশনে আর কাজ করা যাবে না। একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে স্কাইপ জানিয়েছিল, আমাদের বিনামূল্যের ভোক্তা সংযোগের অফারগুলোকে স্ট্রিমলাইন করার জন্য এবং যাতে আমরা গ্রাহকের চাহিদার সঙ্গে আরও খাপ খাইয়ে নিতে পারি। ২০২৫ সালের মে মাসে আমরা স্কাইপ থেকে অবসর নেব এবং মাইক্রোসফটের টিমসের পক্ষ থেকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উপর ফোকাস করবে। একটি...
হোয়াটসঅ্যাপে নিজের ফোন নম্বর গোপন রাখবেন যেভাবে
অনলাইন ডেস্ক

বার্তা আদান-প্রদানে অন্যতম ভরসার হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। কিছু ক্ষেত্রে দেখা যায়, নাম্বারটি গোপন রাখতে হয়। অর্থাৎ এমন কারও সঙ্গে মেসেজিং করতে চান, যাকে কন্টাক্ট নাম্বার দিতে চান না। অ্যাপটি সেই সুবিধাও নিয়ে এসেছে। ফোন নম্বর ছাড়া চাইলে মেসেজ করতে পারবেন, খুঁজেও নিতে পারবেন কাঙ্ক্ষিত ব্যবহারকারীকে। আরও পড়ুন স্কাইপ ব্যবাহারকারীদের জন্য দুঃসংবাদ ০৪ মে, ২০২৫ হোয়াটসঅ্যাপে এই সুবিধা নিতে কিছু সেটিংস ঠিক করতে নিতে হবে *ফোন, পিসি বা ট্যাবলেটে হোয়াটসঅ্যাপটি ওপেন করুন। *এরপর টেক্সটনাউ (TextNow) নামের অ্যাপটি ডাউনলোড করে একটি ইউনিক ফোন নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। *TextNow অ্যাপ ওপেন করে ফোন নম্বর লিখে রাখুন। হোয়াটসঅ্যাপ লগ-ইন করতে প্রয়োজন হবে এই নম্বর। *ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করে নতুন নম্বর ব্যবহার করে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর