মধ্যপ্রাচ্যের ৯টি আরব দেশে খামসিন নামক মৌসুমি নিম্নচাপের কারণে বুধবার ভয়াবহ ধূলিঝড় আঘাত হেনেছে। এমন পরিস্থিতিতে হজের নগরী মক্কা ও তার আশেপাশে বজ্রপাত, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। আজ বৃহস্পতিবার (১ মে) সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ পবিত্র মক্কা ও দেশটির পশ্চিমাঞ্চলজুড়ে কমলা সতর্কতা জারি করেছে। যা ঝড়, প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির মারাত্মক আশঙ্কার ইঙ্গিত বহন করে। খবর আনাদোলুর। ২০২৫ সালের হজ মৌসুম শুরু হতে আর মাত্র ৪ সপ্তাহ বাকি, তার আগে এ ধরনের আবহাওয়া পবিত্র নগরীর প্রস্তুতিকে কঠিন করে তুলেছে। এদিকে সৌদি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মক্কা, তাইফ, জেদ্দা ও মিনা এলাকায় গত ২৪ ঘণ্টায় ৭০ কিমি গতির ঝড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে, যার ফলে সড়কে পানি জমে যান চলাচলে...
মক্কায় হজ প্রস্তুতির মাঝেই সতর্কবার্তা
অনলাইন ডেস্ক

কাউকে রেহাই দেওয়া হবে না: অমিত শাহ
অনলাইন ডেস্ক

কাশ্মীরে হামলার ঘটনায় জড়িতদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিককে হত্যায় জড়িতদের প্রত্যেককে খুঁজে বের করবে ভারত। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, সন্ত্রাসীদের জন্য এখনও খারাপ সময় আসেনি। পেহেলগামে যারা ঘৃণ্য সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের রেহাই দেওয়া হবে না। আমরা পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিটি অপরাধীকে খুঁজে বের করব। ভেবো না যে ২৬ জনকে হত্যা করে তোমরা জিতেছ। তোমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, হার ব্যক্তি কো চুন চুন কে জবাব ভি মিলেগা, জবাব ভি দিয়া জায়েগা... এটাই নরেন্দ্র মোদী সরকার; কাউকে রেহাই দেওয়া হবে না। এই দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে মূলোৎপাটন করা...
২০৩০ সাল পর্যন্ত নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক

২০২২ সালে দেশে সাধারণ নির্বাচন দেওয়ার কথা থাকলেও তিন বছর পরে এসে নির্বাচন ছাড়াই ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত করে ফেলেছেন মালির সামরিক প্রধান গেন আসামি গোইতা। গোইতা এ পর্যন্ত দুবার অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করেছেন। সর্বশেষ ২০২১ সালে ক্ষমতায় এসে তিনি ঘোষণা দেন, পরের বছর দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন থেকেই দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৪১ বছর বয়সী গোইতা। মালির নির্বাচনসহ অন্যান্য বিষয়ের সুরাহা হওয়ার জন্য একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল অস্থায়ী সরকার। সেখানে অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক দলগুলো সুপারিশ করে, গোইতাকে ২০৩০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল রাখা হোক। এদিকে, দেশটির প্রধান বিরোধীদল সম্মেলন বয়কট করেছিলো। আরও পড়ুন কীভাবে একে অপরের ওপর আঘাত হানতে পারে...
ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সম্প্রতি জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুকধারীদের হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ মার্চ) এই সংলাপ হয়। হামলায় নিহত হন অন্তত ২৬ জন। টেলিফোনে হেগসেথ ভারতের প্রতি সহমর্মতা জানান এবং দেশটির আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। একইসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ এবং ভারতীয় জনগণের পাশে থাকবে। অন্যদিকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও অর্থায়ন করে আসছে। তারা একটি দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির মূল উৎস। গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর