বাঘের তাড়া খেয়ে বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন লোকালয় সোনাতলায় চলে আসা দুই বছর বয়সের একটি স্ত্রী চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় সুন্দরবনের ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। দুপুরে উদ্ধার হওয়া হরিণটি শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয়েছে। ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, বাঘের তাড়া খেয়ে শুক্রবার দুপুরে সুন্দরবনের ভোলা নদী সাঁতরে একটি চিত্রা হরিণ তিন কিলোমিটার দূরে সোনাতলা ভেতরে ঢ়ুকে পড়ে। অক্ষত অবস্থায় হরিণটি দুপুর ১২টার দিকে উদ্ধার করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে পৌঁছে দেয়া হয়। বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব...
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধি:

বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক

জাল সনদের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে বহিষ্কৃত পুলিশ সদস্য ও ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি নুরুল ইসলামের সহযোগী আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল মামুন শিবগঞ্জ উপজেলার ওমরপুর গ্রামের বাসিন্দা এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দিনের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, উপজেলার মর্দানা গ্রামে দায়েরকৃত একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন আল মামুন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, জাল সনদের মাধ্যমে চাকরি...
হাফ ভাড়া নিয়ে তর্ক, হেলপারের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
অনলাইন ডেস্ক

গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় হাফ ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে বাস থেকে ফেলে দেওয়ায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৯)। তিনি রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং গাজীপুর সদর উপজেলার বাউপাড়া গ্রামের বাসিন্দা। জিএমপির সদর থানার এসআই আবুল কাশেম জানান, সিয়াম জয়দেবপুর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে পোড়াবাড়ী যাচ্ছিল। এ সময় হাফ ভাড়া নিয়ে বাসের হেলপার সিয়ামের সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে হেলপার তাকে ধাক্কা দিলে চলন্ত বাস থেকে সিয়াম পড়ে যান। পরে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে...
সীমান্তে বিজিবির টহল জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি
ফেনী প্রতিনিধি

ভারত ও পাকিস্তান সংঘাতকে ঘিরে ফেনীর ১০৩ কিলোমিটার স্থল ও নদী সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে, বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্তবাসীর মাঝে। বিজিবির দেওয়া তথ্যমতে, ফেনীর ৯৫ কিলোমিটার স্থল সীমান্ত ও বাকি ৮ কিলোমিটার নদী সীমান্ত পথ রয়েছে। এই স্থল ও নদী পথের সীমান্ত রক্ষায় অতন্দ্রপ্রহরী হিসেবে রয়েছে ফেনীস্থ-৪ বিজিবি ব্যাটালিয়ন। এ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত পথে নীরব নজরদারির পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। একইসাথে আনসার ভিডিপি ও এলাকাবাসীও সজাগ রয়েছেন। জেলার সীমান্তবর্তী উপজেলা ফুলগাজী,পরশুরাম ও ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দারা জানান, ভারত-পাকিস্তানের মধ্যে বিরোধ থাকলেও এই সীমান্ত এখনও স্বাভাবিক। তবে, ভারত অংশে বিএসএফ আগে লাল হ্যালোজেন লাইট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর