শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পত্রিকার সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। স্থানীয়রা জানায়, মাগরিবের নামাজের কিছু সময় পর ৩০-৪০ জনের একটি দল এসে অফিসের শার্টারের তালা ভেঙ্গে টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল রাস্তায় এনে ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে জানা যায়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার দৈনিক দেশ সংযোগের প্রথম পাতায় স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে শিরোনাম করা হয় কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী...
শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন
নিজস্ব প্রতিবেদক, খুলনা

সিরাজগঞ্জে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহরে স্কুলে যাবার পথে স্কুলশিক্ষার্থীকে অপহণের পর ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ মে) সন্ধ্যায় শহরের সার্কিট হাউসের পিছনের এলাকা থেকে তাদের এদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো শহরের সয়াধানগড়া মধ্যপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে সোলায়মান হোসেন (৩৫) ও একই এলাকার শুকুর সেখের ছেলে লিটন সেখ (৪০)। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই সাদ্দাম হোসাইন জানান, গ্রেপ্তারকৃতরা ওই শিক্ষার্থীর বাড়ির পাশে প্রতিনিয়ত নেশা করতো। সেই সুবাদে শিক্ষার্থীর সাথে তাদের সাথে পরিচয়। বুধবার সকাল ১১টার দিকে ওই শিক্ষার্থী স্কুলে যাবার পথে কয়েকজন মিলে তাকে অপহরণ করে। এরপর সদর উপজেলার শিয়ালকোল বাজারের পাশে এক ভাড়া বাড়িতে নিয়ে সোলায়মান তাকে ধর্ষণ করে। লিটনসহ অন্যরা তাতে সহায়তা করেন। এরপর কৌশলে ওই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে...
খালে লাশ পেয়ে দাফন, পরে জানা গেলো জীবিত, অতঃপর চাঞ্চল্যকর মোড়...
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের একটি খাল থেকে উদ্ধার হওয়া লাশ ভুল করে নিজের নিখোঁজ ছেলের বলে শনাক্ত করে দাফন করেছিলেন এক বাবা। তবে দাফনের কয়েকদিন পরই চাঞ্চল্যকর মোড় নেয় ঘটনাটিহঠাৎ সচল হয় মৃত ঘোষিত ছেলের মুঠোফোন। পরে তদন্তে জানা যায়, তিনি জীবিত এবং আত্মগোপনে ছিলেন। গত শনিবার (৩ মে) চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ান বাজার রুমঘাটা এলাকার একটি খাল থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ। পরদিন রোববার ভোলা থেকে এসে উবাইদুল্লাহ নামের এক ব্যক্তি লাশটি তার ছেলে, নির্মাণশ্রমিক আবদুর রহিমের বলে শনাক্ত করেন এবং তা ভোলায় নিয়ে দাফন করা হয়। তবে কাহিনির মোড় ঘুরে যায় যখন দাফনের পর রহিমের মুঠোফোন সচল হয়ে ওঠে। বিষয়টি নজরে এলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফোনটি ট্র্যাক করে রহিমকে জীবিত অবস্থায় খুঁজে পায় এবং তাকে হেফাজতে নেয়। সঙ্গে আনা হয় তার বাবাকেও। পিবিআই...
টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে সোহাগপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় জানা যায়নি। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, গোড়াই এলাকায় মহাসড়কের উপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ধাক্কা লেগে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছেন। News24d.tv/কেআই