অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান। পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও পুরো দল এখনো পাকিস্তানে পৌঁছায়নি। আজ সোমবার (২৫ মে) চারজন ক্রিকেটারকে নিয়ে ১০ জনের বহর পা রেখেছে লাহোরে। বাকিরা আগামীকাল সোমবার (২৬ মে) লাহোর পৌঁছবেন। ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এ ছাড়া আছেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ। বিসিবি অবশ্য পাকিস্তান সফর নিয়ে কাউকে জোর করেনি। যার কারণে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফর থেকে নিজেদের নাম সরিয়ে নেন। রানার জায়গায় নতুন করে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন তিনি, একই সঙ্গে রিশাদ হোসেনও রয়েছেন সেখানে। আরও...
লাহোরের মাটিতে পা রাখল টাইগারদের প্রথম বহর
বাকিদের নিয়ে যা জানা গেল
অনলাইন ডেস্ক

মেসি জাদুতে হার এড়ালো মায়ামি
অনলাইন ডেস্ক

৮০ মিনিট পেরিয়ে ম্যাচ। দুই গোলে পিছিয়ে ইন্টার মায়ামি। নিজেদের মাঠে জয়ের দ্বারপ্রান্তে ফিলাডেলফিয়া। প্রতিপক্ষের মাঠে দল তখন আরও একটি হারের প্রতিক্ষায়। ঠিক সেই সময়ে আরও একবার নিজের বাঁ-পায়ের জাদু দেখালেন লিওনেল মেসি। ম্যাচের ৮৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ম্যাচের প্রাণ ফিরিয়ে আনেন তিনি। পরে আরও এক গোলে রাখলেন অবদান। হারের দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার মাঠ সুবারু পার্কে ৩-৩ ড্র করে হাভিয়ের মাসচেরানোর দল। কুইন সুলিভান ও তাই বারিবোর গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ফিলাডেলফিয়া। ম্যাচের ৬০তম মিনিটে ব্যবধান কমায় তাদিও আলেন্দে। তবে ৭৩তম মিনিটে বারিবোর দ্বিতীয় গোলে ব্যবধান আবারও বাড়ায় স্বাগতিকরা। ম্যাচের ৮৭তম মিনিটে মেসির সেই...
সাকিবের রেকর্ড ভাঙলেন মুস্তাফিজ
অনলাইন ডেস্ক

মুস্তাফিজুর রহমান আগের দুই ম্যাচের মতোই বোলিংয়ে ধারাবাহিক ছিলেন দিল্লির হয়ে। এই বাঁহাতি পেসার একাই শিকার করেছেন তিন উইকেট। এমন বোলিংয়ে বাংলাদেশের হয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিও বনে গেছেন মুস্তাফিজ। এই বাঁহাতি পেসার আলো ছড়ালেও দলের বাকি বোলাররা সুবিধা করতে পারেননি। তাতে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় পাঞ্জাব। শনিবার (২৪ মে) জয়পুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করেছে পাঞ্জাব। যদিও ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় দিল্লি। এই ম্যাচে দিল্লির হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন শ্রেয়াস আইয়ার। দিল্লির হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। বল হাতে দিল্লিকে ভালো শুরু এনে দেন মুস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ব্রেকথ্রু দেন এই বাঁহাতি পেসার। নিজের প্রথম ওভারের পঞ্চম বলটা অফ স্টাম্পের ওপর...
অশ্রুসিক্ত নয়নে রিয়ালকে বিদায় জানালেন আনচেলত্তি, মদ্রিচ
অনলাইন ডেস্ক

অবশেষে ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন কার্লো আনচেলত্তি। তার পাশাপাশি রিয়াল কিংবদন্তি লুকা মদ্রিচও আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন তার প্রিয় ক্লাবকে। আজ শনিবার (২৪ মে) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থক, ভক্ত এবং সহকর্মীদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্যে আনচেলত্তি বলেন, ধন্যবাদ রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ আমার জীবনের শ্রেষ্ঠ ক্লাব। এটা সম্মান এবং গৌরবের যে আমি এই ক্লাবের জন্য কোচিং করিয়েছি। এসময় আবেগঘন এক মুহূর্তে আনচেলত্তি সকল সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই আমাকে অসাধারণ মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। ভেজা চোখে আনচেলত্তি বলেন, আমি বিদায় নিচ্ছি না। কারণ আমরা একটা পরিবার। এই পরিবারকে বিদায় বলা অসম্ভব। এসময় রিয়াল মাদ্রিদ ক্লাবের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর