বিগত ৩ জাতীয় নির্বাচন দিনের ভোট রাতে হওয়ায় এতে জনগণের ভোটের প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির আবু জাফর কাসেমী। রোববার (২৫ মে) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় এর আগে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে। বর্তমান কমিশনের প্রতি আস্থা আছে জানিয়ে দলটি জানায়, এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলে প্রত্যাশা তাদের। এসময় দলটির ২ অংশের আন্তঃকোন্দল নিয়ে ইসির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানানো হয়। news24bd.tv/FA
‘স্থানীয় নির্বাচন আগে হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে’

তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে: হাসনাত আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারে প্রতিনিধিত্ব করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ রোববার (২৫ মে) চট্টগ্রামের ২ নম্বর গেট বিপ্লবী উদ্যান থেকে দলটির পথসভার শুরুতে এ মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বা এনসিপির প্রতিনিধি হিসেবে এই সরকারে নেই। তারা গণঅভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে প্রতিনিধিত্ব করছে। তাদের একটা দলীয় পরিচয় করানোর মাধ্যমে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা তার নিন্দা জানিয়েছি। এ সময় তিনি বলেন, পলিসির জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট উত্তরণে আমাদের সামগ্রিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। হাসনাত...
কাজী নজরুল ইসলামকে নিয়ে তারেক রহমানের সংগ্রামী বার্তা
অনলাইন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন স্বাধীনচেতা, ন্যায়বিচার ও মানবতার পক্ষে এবং সাম্রাজ্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে এক আপসহীন সংগ্রামী পুরুষ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। যেখানে সাহিত্য ও নিপীড়নের বিরুদ্ধে নজরুলের আপসহীন সংগ্রামী জীবন ফুটে উঠেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তারেক রহমানের পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি, লেখক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ।...
জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণা ছিলেন নজরুল: রিজভী
অনলাইন ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানসহ দেশের প্রতিটি জাতীয় আন্দোলনে অনুপ্রেরণার উৎস ছিলেন কাজী নজরুল। রোববার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। রিজভী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় নজরুল ছিলেন এবং আছেন অনন্য প্রেরণার উৎস। সাম্প্রতিক জুলাই মাসে যে গণ-অভ্যুত্থান হয়েছে, তাতেও তরুণ সমাজ নজরুলের বিদ্রোহী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল। তিনি আরও বলেন, চলমান রাজনৈতিক সংকটকে ঘনীভূত করতে কিছু উপদেষ্টা কাজ করছেন। তাঁরা যদি নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নে মনোনিবেশ করেন, তাহলে জনগণ তাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর