৮০ মিনিট পেরিয়ে ম্যাচ। দুই গোলে পিছিয়ে ইন্টার মায়ামি। নিজেদের মাঠে জয়ের দ্বারপ্রান্তে ফিলাডেলফিয়া। প্রতিপক্ষের মাঠে দল তখন আরও একটি হারের প্রতিক্ষায়। ঠিক সেই সময়ে আরও একবার নিজের বাঁ-পায়ের জাদু দেখালেন লিওনেল মেসি। ম্যাচের ৮৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে ম্যাচের প্রাণ ফিরিয়ে আনেন তিনি। পরে আরও এক গোলে রাখলেন অবদান। হারের দ্বারপ্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার মাঠ সুবারু পার্কে ৩-৩ ড্র করে হাভিয়ের মাসচেরানোর দল। কুইন সুলিভান ও তাই বারিবোর গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ফিলাডেলফিয়া। ম্যাচের ৬০তম মিনিটে ব্যবধান কমায় তাদিও আলেন্দে। তবে ৭৩তম মিনিটে বারিবোর দ্বিতীয় গোলে ব্যবধান আবারও বাড়ায় স্বাগতিকরা। ম্যাচের ৮৭তম মিনিটে মেসির সেই...
মেসি জাদুতে হার এড়ালো মায়ামি
অনলাইন ডেস্ক

ভেস্তে গেল বার্সার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন
অনলাইন ডেস্ক

বার্সেলোনার পুরুষ দল অনেক বছর ধরেই ইউরোপীয় ফুটবলে খাবি খেয়েছে। চলতি মৌসুমে দারুণ সব গল্প লিখে ফাইনালের খুব কাছেই চলে গিয়েছিল। তবে ইন্টার মিলানের কাছে হেরে আরও একবার সেমিফাইনালে শেষ হয় তাদের যাত্রা। বার্সার আশা ছিল অন্তত নারী ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগটা যদি আসে ট্রফি কেসে! বার্সেলোনা পুরুষ দলের কোচ হানসি ফ্লিক বলেছিলেন, আশা করছি তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। আগামী মৌসুমে এটা আমাদেরও লক্ষ্য থাকবে। নারীদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যে চোখ থাকবে পুরুষ দলের সবার। তবে তাদের শুভকামনায় কাজ হয়নি। শেষ তিন মৌসুমজুড়ে যে দাপটটা ইউরোপীয় ফুটবলে দেখিয়েছে দলটা, গতকাল শনিবার (২৪ মে) দিবাগত রাতে তা ছিল একেবারে গায়েব। বার্সেলোনা নারী দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরেছেআর তাতেই ভেস্তে গেল হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন। বার্সা খোয়াল...
সাকিবের রেকর্ড ভাঙলেন মুস্তাফিজ
অনলাইন ডেস্ক

মুস্তাফিজুর রহমান আগের দুই ম্যাচের মতোই বোলিংয়ে ধারাবাহিক ছিলেন দিল্লির হয়ে। এই বাঁহাতি পেসার একাই শিকার করেছেন তিন উইকেট। এমন বোলিংয়ে বাংলাদেশের হয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিও বনে গেছেন মুস্তাফিজ। এই বাঁহাতি পেসার আলো ছড়ালেও দলের বাকি বোলাররা সুবিধা করতে পারেননি। তাতে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় পাঞ্জাব। শনিবার (২৪ মে) জয়পুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করেছে পাঞ্জাব। যদিও ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় দিল্লি। এই ম্যাচে দিল্লির হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন শ্রেয়াস আইয়ার। দিল্লির হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। বল হাতে দিল্লিকে ভালো শুরু এনে দেন মুস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ব্রেকথ্রু দেন এই বাঁহাতি পেসার। নিজের প্রথম ওভারের পঞ্চম বলটা অফ স্টাম্পের ওপর...
অশ্রুসিক্ত নয়নে রিয়ালকে বিদায় জানালেন আনচেলত্তি, মদ্রিচ
অনলাইন ডেস্ক

অবশেষে ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন কার্লো আনচেলত্তি। তার পাশাপাশি রিয়াল কিংবদন্তি লুকা মদ্রিচও আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন তার প্রিয় ক্লাবকে। আজ শনিবার (২৪ মে) রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থক, ভক্ত এবং সহকর্মীদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্যে আনচেলত্তি বলেন, ধন্যবাদ রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ আমার জীবনের শ্রেষ্ঠ ক্লাব। এটা সম্মান এবং গৌরবের যে আমি এই ক্লাবের জন্য কোচিং করিয়েছি। এসময় আবেগঘন এক মুহূর্তে আনচেলত্তি সকল সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই আমাকে অসাধারণ মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। ভেজা চোখে আনচেলত্তি বলেন, আমি বিদায় নিচ্ছি না। কারণ আমরা একটা পরিবার। এই পরিবারকে বিদায় বলা অসম্ভব। এসময় রিয়াল মাদ্রিদ ক্লাবের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর