শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে জামালপুর সদর থানার পুলিশ তার নিজ বাসায় পাঠিয়ে দিয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়। এর আগে, সন্ধ্যা ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাকে জামালপুর সদর থানায় নিয়ে আসে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল। আরও পড়ুন বদলে গেল ন্যাশনাল ব্যাংকের নাম ২৭ মে, ২০২৫ জানা গেছে, শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক জনতার হাতে আটক হন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিকবিষয়টি...
সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ
অনলাইন ডেস্ক

ভূমি মেলা চলাকালে দুদকের অভিযান, অফিসের বাস্কেটের নিচে মিললো ঘুসের টাকা
মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা

টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ডিজিটাল মাল্টিমিডিয়ায় প্রকাশ্যে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিতের প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিওসহ রিপোর্ট প্রকাশের পর নড়েচড়ে বসেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৮ মে) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত দুদক খুলনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্রর নেতৃত্বে অভিযান চালায় ৫ সদস্যের দুদকের একটি টিম। এ সময় ভূমি কর, নামজারিসহ বিভিন্ন সেবা নিতে আসা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। এক পর্যায় ভূমি কর দিতে আশা নগরঘাটা ইউনিয়নের আব্দুস সাত্তার নামের এক সেবা প্রার্থীর নিকট থেকে ঘুষের ১০ হাজার টাকাসহ অফিস সহায়ক শমসের আলীকে আটক করেন তারা। এ সময় অফিসে ঘণ্টা দুয়েক তল্লাশি করে লুকিয়ে রাখা...
ছাত্রীকে যৌন হয়রানি: প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনকে আটক করেছে পুলিশ। এক শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে অভিভাবকরা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার ভবানিগঞ্জ ইউনিয়নের ওই বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিকেলে শিক্ষক কবিরের বিরুদ্ধে ছাত্রীর মা বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে থানায় আটক করে রেখেছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। অভিযুক্ত কবির ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের শাকায়েত উল্যার ছেলে। তিনি দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ বছর ধরে কর্মরত রয়েছেন। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটি কিছুদিন ধরে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না। কারণ জানতে চাইলে সে তার মাকে জানায়, শিক্ষক...
খুলনায় ট্যাংকলরি মালিক সমিতির নেতাসহ গুলিবিদ্ধ ৩
অনলাইন ডেস্ক

খুলনায় বাংলাদেশ ট্যাংকলরি মালিক সমিতির সাবেক মহাসচিব ফরহাদ হোসেনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টার দিকে নগরীর খালিশপুর যমুনা রোডের মালা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। ফরহাদ হোসেন উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা আকমান শেখের ছেলে এবং নগরীর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। বাকি দুজন হলেন ফরহাদ হোসেনের গাড়িচালক মো. মনিরুল ইসলাম এবং তার ম্যানেজার সোহেল। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে নগরীর খালিশপুর যমুনা ডিপো থেকে ব্যক্তিগত গাড়িতে জ্বালানি তেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন ফরহাদ ও তাঁর ম্যানেজার। এ সময়ে কয়েকটি ব্যারেলবাহী ছোট একটি পিকআপ তাদের গতিরোধ করে। পিকআপের সামনে বসে থাকা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর