আজ বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশ করেছে বিএনপি। দলটির অধিকাংশ নেতা এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেছেন। তা না হলে বিএনপির পক্ষ থেকে আন্দোলনের নামা হতে পারে বলেও হুঁশিয়ার করেছেন তারা। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত দেড় দশকে নতুন ভোটাররা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায়নি। সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি নির্বাচন আয়োজন গুরুত্বপূর্ণ বলে আমরা বিশ্বাস করি। এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে সফলভাবে জাতীয় নির্বাচন আয়োজন করেছে। আজ আমরা দেখছি, ১০ মাস পেরোলেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে...
তারুণ্যের সমাবেশে ‘একই সুরের প্রতিধ্বনি’ বিএনপি নেতাদের মুখে
নিজস্ব প্রতিবেদক

সারাহ কুকের সঙ্গে নাহিদ-জারার সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (২৮ মে) হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠকের তথ্য জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। হাইকমিশন জানায়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে নাহিদ ইসলাম এবং তাসনিম জারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আরও পড়ুন মিয়ানমারে সকল পক্ষের কাছে আপনি গভীর শ্রদ্ধার পাত্র ২৮ মে, ২০২৫ বৈঠকে যুক্তরাজ্যের বাংলাদেশকে অব্যাহত সমর্থন এবং একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে অগ্রযাত্রা নিয়ে আলোচনা হয়। news24bd.tv/কেএইচআর...
সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপির মজনু
নিজস্ব প্রতিবেদক

সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। সমাবেশ চলাকালে আচমকাই অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক পার্শ্ববর্তী পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় যান। এরপর সেখানে বুকে ব্যথা অনুভব হওয়ায় দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। আজ বুধবার (২৮ মে) নয়াপল্টনে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের সমাবেশে ঘটনাটি ঘটে। হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে ফকিরাপুল এলাকায় নেতাকর্মীদের নিয়ে আজ অবস্থান নিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। প্রচণ্ড গরমে তিনি হঠাৎ সমাবেশ চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। আরও পড়ুন নির্বাচন না দিলে...
সুব্রত বাইন ৮ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। অন্য তিন আসামির ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ দিন তাদের আদালতে হাজির করা হয় এবং মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার আনুমানিক ভোর ৫টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার ঘনিষ্ঠ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর