বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের ছয় বিভাগে অতিভারি বৃষ্টিপাত এবং কিছু এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতবুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়। এতে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হতে পারে। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, লঘুচাপটি গত বছরের মতোই নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল দিয়ে অগ্রসর হচ্ছে, যা সেই সময় ভয়াবহ...
বঙ্গোপসাগরে লঘুচাপ: বড় ধরণের বন্যার শঙ্কায় ফেনী-কুমিল্লা
অনলাইন ডেস্ক

চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দিবে প্রশাসন: জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য ময়মনসিংহে বিনামূল্যে লবণ দিয়ে সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। একইসঙ্গে ঈদের প্রথম ১০ দিন জেলার বাইরে কাঁচা চামড়া বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদ প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম। তিনি জানান, যারা লিল্লাহ বোর্ডিং বা নির্ধারিত কেন্দ্রে চামড়া দেওয়ার আগাম তথ্য দেবেন, তাদেরকে চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। দরিদ্র কোরবানিদাতাদের কথা মাথায় রেখে পর্যাপ্ত লবণ মজুদ রাখা হয়েছে বলেও জানান তিনি। সভায় কোরবানির পশুর হাট, পশু পরিবহন, স্বাস্থ্য সুরক্ষা, হাটে ট্রাফিক নিয়ন্ত্রণ, জালনোট প্রতিরোধ, চাঁদাবাজি রোধ, শিল্প-শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ, ও ঈদ স্পেশাল বাস...
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কারাগারে
অনলাইন ডেস্ক

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিককে আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম। বুধবার (২৮ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন। আবু সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনলাইনে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্য শুনে দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন। এ কারণে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষায় আবু সিদ্দিককে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৫৪ ধারায় আটক করা হয় বলে পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন জানান। তিনি বলেন, আবু সিদ্দিককে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ৩(২) ধারা মোতাবেক ডিটেনশনের (আটকাদেশের)...
আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাইদুল হক (৬২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৮ মে) সন্ধ্যার পর গোপালদী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাইদুল হক বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুরা গ্রামের মৃত হাবিবুল্লাহের ছেলে। আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আমিনুল হক জানান, গ্রেপ্তারকৃত ছাইদুল হক আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। news24bd.tv/আইএএম
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর