আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। এবারের ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২ ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধে সাড়ে সাতটা নাগাদ পাকিস্তানের ফয়সালাবাদে ভূমিকম্প অনুভূত হয় বলে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এবার ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১১ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাছেই, ৩১.৩১ উত্তর অক্ষাংশ এবং ৭২.৫২ পূর্ব দ্রাঘিমাংশের সংযোগ বিন্দুতে এই কম্পন ঘটে। এ নিয়ে চলতি মে মাসেই দু'বার কেঁপে উঠল পাকিস্তান। news24bd.tv/RU
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প
অনলাইন ডেস্ক

গাজায় ৬শ দিনে ৫৪ হাজার ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ৬০০ দিন অতিবাহিত হতে চলেছে এবং এরই মধ্যে লাগাতার গণহত্যামূলক এই আগ্রাসনে নিহতের সংখ্যা ৫৪ হাজার ছাড়াল। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫৪ হাজার ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেনমঙ্গলবার এমন তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৭৯ জনের লাশ আনা হয়েছে, আর আহত হয়েছেন আরও ১৬৩ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ...
চাঁদ দেখা যায়নি পাকিস্তানে, ঈদের তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক

ইসলাম ধর্ম মতে, আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। নিয়ম অনুযায়ী, চাঁদ দেখে প্রত্যেক মাস কবে শুরু হবে তা নিশ্চিত করা হয়। মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় রাতে জানানো হয় পাকিস্তানে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ দেশটিতে আগামী বৃহস্পতিবার (২৯ মে) জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৭ জুন। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়ে-ই-হিলাল কমিটি। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, মঙ্গলবার ইসলামাবাদে এক বৈঠকে সভাপতিত্ব করেন রুয়ে-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খবীর আজাদ। পরে তিনি সংবাদ সম্মেলনে বলেন, দেশের কোথাও থেকে চাঁদ দেখার কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্য পাওয়া যায়নি। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জিলহজের প্রথম দিন ২৯ মে বৃহস্পতিবার এবং ঈদুল আযহা ৭ জুন...
২১০ হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল
অনলাইন ডেস্ক

লোহিত সাগরের উপকূলে ২১০ জন হজযাত্রীকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলে দাবি করেছে মৌরতানিয়ান এয়ারলাইন্স। গতকাল মঙ্গলবার (২৭ মে) হঠাৎ বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগের সৃষ্টি হয়। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল, মৌরতানিয়া থেকে সৌদি আরবগামী হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, হজ পালনের উদ্দেশে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরও পড়ুন ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত ২৮ মে, ২০২৫ তবে, এই অভিযোগ অস্বীকার করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আল্লাহর রহমতে সব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর