খালাস পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির আদেশ জারি করে তা কাশিমপুর কারাগারে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ সংক্রান্ত তিন পৃষ্ঠার সংক্ষিপ্ত রায়ে স্বাক্ষর করেন। এরপরই ওই আদেশ প্রকাশিত হয় এবং কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। রায়ে বলা হয়েছে, অন্য কোনো মামলা বা আইনি প্রক্রিয়ার কারণে আটক রাখার প্রয়োজন না থাকলে এ টি এম আজহারুল ইসলামকে অবিলম্বে জেল হেফাজত থেকে মুক্তি দিতে হবে। আদেশে আরও বলা হয়, পুঙ্খানুপুঙ্খ পুনর্মূল্যায়নের পর আপিল বিভাগ মনে করে যে, আপিলকারীর দোষী সাব্যস্ত হওয়ার পেছনে ছিল ফৌজদারি বিচার ব্যবস্থার মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন, যার ফলে ন্যায়বিচার ব্যাহত হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, পূর্ববর্তী রায়ে আপিল বিভাগের পক্ষ থেকে...
এটিএম আজহারুল ইসলামের মুক্তির আদেশ জারি, পাঠানো হয়েছে কারাগারে
নিজস্ব প্রতিবেদক

ইশরাকের মেয়র পদ নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
অনলাইন ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ আদেশের বিরুদ্ধে আপিল শুনানির জন্য বুধবার (২৮ মে) দিন ধার্য করেছেন চেম্বার আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। এর আগে সোমবার (২৬ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এ আবেদন করেন। গত ২২ মে (বৃহস্পতিবার) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের...
এটিএম আজহারুল ইসলাম কখন মুক্তি পাবেন, জানালেন আইনজীবী
নিজস্ব প্রতিবেদক

খালাস পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলাম আগামীকাল বুধবার সকালে মুক্তি পাবেন বলে আশাবাদী তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির। মঙ্গলবার (২৭ মে) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ইনশাল্লাহ আশা করি আগামীকাল সকালে [৯-১০টা] এ টি এম আজহারুল ইসলাম ভাই পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাবেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আজ খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক ব্লকে চিকিৎসাধীন আছেন আজহারুল ইসলাম। আদালতের আদেশের নথিপত্র পেলে কারা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।...
সাবেক আইজিআর মান্নানের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক

সাবেক নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) খান মো. আব্দুল মান্নান এবং তার স্ত্রী শাকিলা বেগমের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলাকালে আদালত তাদের বিদেশ গমন নিষিদ্ধ করেছেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দিয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক (আইজিআর) খান মো. আব্দুল মান্নান ও তার স্ত্রী শাকিলা বেগমের বিদেশ গমন নিষিদ্ধ করেছেন আদালত। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান আদালতে করা আবেদনে উল্লেখ করেন, সাবেক আইজিআর খান মো. আব্দুল মান্নান ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর