ওয়ানডে ফরম্যাট টানা ব্যর্থতার কারণে র্যাঙ্কিংয়ের তলানিতে নেমে গেছে বাংলাদেশ পুরুষ দল। তবে গত কয়েক সিরিজে আলো ছড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করে সাতে উঠে এসেছে জ্যোতি-নাহিদারা। আজ বুধবার (১৪ মে) আইসিসির প্রকাশিত নারীদের বার্ষিক হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে। যেখানে আট নম্বর থেকে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এতে পাকিস্তানকে টপকে গেছে তারা। বর্তমানে বাংলাদেশের মেয়েদের পয়েন্ট ৭৯ আর পাকিস্তানের ৭৮। ওয়ানডের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে ৫০ ভাগ ও পরের বছরের (২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত) পারফরম্যান্সকে শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। ৫০ ভাগ বিবেচনার ওই সময়টায় ১৭ ওয়ানডে খেলে কেবল তিনটিতে জিততে পারে বাংলাদেশ। ৯টিতে পায় হারের স্বাদ।...
বাংলাদেশকে বড় সুখবর দিলো আইসিসি
অনলাইন ডেস্ক

দেশের হয়ে না খেলে আইপিএল মাতাবেন মোস্তাফিজ?
নিজস্ব প্রতিবেদক

পাক-ভারত মধ্যকার উত্তেজনার মাঝে চমকে যাওয়ার মতো এক খবরই না পেল বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। টুর্নামেন্টের শেষ দিকে এসে হঠাৎ করেই রেকর্ড ৬ কোটি রুপিতে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইট এবং দিল্লি ক্যাপিটালসের সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি প্রকাশিত হয়েছে। যদিও মোস্তাফিজ কীভাবে খেলবেন আইপিএলের ম্যাচ? আজ বুধবার (১৪ মে) সন্ধ্যায় প্রতিবেদনটি লেখা পর্যন্তও যে আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চাননি এই বাঁহাতি পেসার! পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ রাতেই বাংলাদেশ দলের দ্বিতীয় ভাগের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা তার। আর এই খবর যে সবারই জানা। শারজায় আগামী ১৭ ও ১৯ মে দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে দলের ক্রিকেটারদের এক অংশ আজ সকালেই আমিরাতে চলে গেছে। অন্য দিকে আইপিএলের...
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সবশেষ যা জানা গেল
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে পাকিস্তানে যেতে হলে প্রথমে সরকারের অনুমতি, পরে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। গত ১৪ মে বুধবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। যেখানে ১৭ ও ১৯ মে শারজাহতে অনুষ্ঠিত হবে দুটি টি২০ ম্যাচ। তবে এই সফরের পরপরই পাকিস্তানে যাওয়ার যে পরিকল্পনা ছিল, সেটি এখনো অনিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৩ মে বিসিবিকে একটি নতুন সূচি পাঠিয়েছে। মূলত পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সময়সূচি পরিবর্তন এবং ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার কারণে এই পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে,...
হুট করে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ
অনলাইন ডেস্ক

আইপিএলের এবারের আসরে দল পায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটার। তবে ভারত-পাকিস্তান উত্তেজনায় এই টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার পর দল পেয়ে গেলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে টুর্নামেন্টের বাকি অংশ খেলবেন তিনি। আজ বুধবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে দলে ভেড়ানোর কথা জানায় দিল্লি কর্তৃপক্ষ। এক বার্তায় ফ্র্যাঞ্চাইজিটি জানায়, দুই বছর পর ফিরলেন মোস্তাফিজুর রহমান। জ্যাক ফ্রেসার-ম্যাকগার্কের বদলি হিসেবে টুর্নামেন্টের বাকি অংশ খেলবেন তিনি। আরও পড়ুন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললো যুক্তরাষ্ট্র ১৪ মে, ২০২৫ এর আগে, ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধাবস্থার মধ্যে ৯ মে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় আইপিএল। পরে দুই দেশ যুদ্ধবিরতিতে গেলে ফের ঘোষণা আসে আইপিএল শুরুর। আগামী ১৭ মে থেকে পুনরায় টুর্নামেন্টটি শুরু...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর