লিবিয়া থেকে ১৫০ জন বাংলাদেশি অভিবাসী মানবপাচারের শিকার হয়ে ভয়ংকর অভিজ্ঞতার পর দেশে ফিরেছেন। গতকাল বুধবার (২৮ মে) সকালে বুরাক এয়ার নামক একটি ভাড়া করা উড়োজাহাজে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান। সূত্র জানায়, বেনগাজি ও আশপাশের এলাকা থেকে এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আইওএম-এর সমন্বয়ে তাঁদের ফেরত আনা হয়। অধিকাংশই ইউরোপে পাড়ি জমানোর স্বপ্নে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় গিয়েছিলেন। কিন্তু সেখানে পৌঁছে অপহরণ, শারীরিক নিপীড়ন ও দুর্বিষহ বন্দিজীবনের মুখোমুখি হন তারা। ফিরে আসা প্রতিটি ব্যক্তিকে আইওএম থেকে ৬ হাজার...
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ বাংলাদেশি
অনলাইন ডেস্ক

ছয় মাসের শিশুকে রেখে রাজপথে নেমেছিলেন ২৩ বছরের শহীদ বায়েজিদ
অনলাইন ডেস্ক

মাত্র ২৩ বছর বয়সে মাতৃভূমির স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নে রাজপথে নেমেছিলেন বায়েজিদ বোস্তামি। ২০২৪ সালের ৫ আগস্ট, ঘরে তার ছয় মাসের সন্তান আর স্ত্রী রিনা আক্তারকে রেখে, কারফিউ ভেঙে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দেন তিনি। সেই দিনই পুলিশের গুলিতে শহীদ হন বায়েজিদ। রাষ্ট্রীয় বাহিনীর নির্মমতা এখানেই থেমে থাকেনিনিহত অবস্থায়ও তাকে পুড়িয়ে ফেলা হয়। পরিবার, আত্মীয়স্বজন কেউই তার মরদেহের একটিবার দেখাও পায়নি। নওগাঁর ধামইরহাট উপজেলার কৈগ্রাম ফার্সিপাড়ার এই সন্তান ছিলেন মৃত সাখাওয়াত হোসেনের মেঝ ছেলে। রেখে গেছেন স্ত্রী, এক শিশু সন্তান, বড় ভাই কামরুল ইসলাম ও ছোট বোন উম্মে সালমা রুমীকে। এ ব্যাপারে কথা হলে শহীদ বায়েজিদ বোস্তামির বড় ভাই কারিমুল ইসলাম জানান, গরীব ও অসহায় পরিবারে আমাদের জন্ম। আমরা দুই ভাই এক বোন...
কাল ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে বক্তব্য দেবেন ড. ইউনূস
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) ৩০তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য প্রদান করবেন। তিনি অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টা আরও টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গঠনে এশিয়ার দেশসমূহের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেবেন। আগামীকাল নিক্কেই ফোরামের সম্মেলন শুরু হওয়ার আগে, নিক্কেই ইনকর্পোরেশনের শীর্ষ নির্বাহীরা অধ্যাপক ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। পরে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রধান উপদেষ্টা টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশগ্রহণ করবেন। যেখানে ৩শ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। তিনি এই অনুষ্ঠানে বিশেষ ভাষণ...
‘আমাদের সমুদ্র সোনার খনি’
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের একটা অসীম সমুদ্র আছে। সমুদ্র একটা সোনার খনি। আমরা কখনো সোনার খনি হিসেবে দেখিনি। আমাদের সেখানে অল্প কিছু মেরিটাইম কার্যক্রম ছাড়া কিছুই নেই। আজ বুধবার (২৮ মে) জাপানের স্থানীয় সময়ে রাতে টোকিওর একটি হোটেলে আয়োজিত ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, সমুদ্রের ওপর নির্ভর করে আমাদের নতুন একটি অর্থনীতি তৈরির জন্য এটি সুবর্ণ সুযোগ। এই সমুদ্র বাকি বিশ্বের সঙ্গে সংযোগ দিচ্ছে। জাপান আমাদের গভীর সমুদ্র বন্দরের কাজের সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, জাপানের একার পক্ষে সম্ভব আমাদের দক্ষিণাঞ্চলের উন্নয়নে অর্থায়ন করে এখানকার মানুষের ভাগ্য বদলে দিতে। এই অঞ্চলের অর্থনীতি রাতারাতি বদলে যাবে। আমরা জাপানের অভিজ্ঞতা থেকে শিখতে চাই। আমাদের জাপানের সহায়তা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর