পুলিশ পরিচয়ে ‘অপহরণ’

পুলিশ পরিচয়ে ‘অপহরণ’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সাদা পোষাকধারীসহ পুলিশের পোষাক পরে চাঁপাইনবাবগঞ্জে বাদশা নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে পুলিশ কিছু জানে না বলে জানানোর ফলে বাদশার পরিবারে আতঙ্ক বিরাজ করছে।  

অপহৃত বাদশা সম্প্রতি আমনুরায় দুর্বৃত্তদের হাতে নিহত আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবির ভাই বলে জানা গেছে।

বাদশার স্ত্রী ঝর্না বেগম জানান, বুধবার সন্ধ্যা পৌণে আটটার দিকে আমনুরা রেলক্রসিংয়ের কাছ থেকে বাদশাকে সাদা পোষাকধারীসহ পুলিশের পোষাক পরিহিত ৭/৮ জন ব্যক্তি জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠিয়ে আমনুরা পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

এসময় বাদশার বন্ধু সুজন আলীকেও ওই ফাঁড়িতে নিয়ে ২০ মিনিট আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়।

পরে বাদশাকে সেখান মাইক্রেবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমনুরা ফাঁড়ি, সদর মডেল থানা ও ডিবি অফিসে যোগাযোগ করেও বাদশার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।  

ঝর্না বেগম আরও বলেন, এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খানের সঙ্গে যোগাযোগ করা হয়।

 তিনি সদর মডেল থানার ওসি (অপারেশন) মিন্টু রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পরে সদর মডেল থানায় গিয়েও তাকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।  

এদিকে, আমনুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবু আহসান রাসেল এ বিষয়ে কোনো কথা না বলে গণমাধ্যমকর্মীদের দেখে সটকে পড়েন।  

এ ঘটনায় সদর মডেল থানায় জিডি করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর