২৫ গুণী ব্যক্তিকে সম্মাননা দিল কালের কণ্ঠ

২৫ গুণী ব্যক্তিকে সম্মাননা দিল কালের কণ্ঠ

অনলাইন ডেস্ক

ঢাকার ২৫ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে কালের কণ্ঠ। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্র কালের কণ্ঠ'র দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনটি স্মরণীয় রাখতে আজ শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে এই সম্মাননা প্রদান করা হয়।

ঢাকায় যে ২৫ গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন আহমদ রফিক-ভাষাসংগ্রাম, তোয়াব খান-সাংবাদিকতা, জহিরুল হক-খেলা (ফুটবল), অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী-শিক্ষা, হাসান আজিজুল হক-সাহিত্য (কথাসাহিত্য), মুহাম্মদ কামরুজ্জামান-ক্রীড়া সাংবাদিকতা, মোফাজ্জল করিম-জনপ্রশাসন, বশির আহমেদ-খেলা (হকি), সৈয়দ মঞ্জুর এলাহী-ব্যবসা, মেজর (অব.) রফিকুল ইসলাম-মুক্তিযুদ্ধ, আলী যাকের-অভিনয় (নাটক), নির্মলেন্দু গুণ-সাহিত্য (কবিতা), ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ-আইন, আ ক ম মোজাম্মেল হক-মুক্তিযুদ্ধ, সৈয়দ আবুল হোসেন-ব্যবসা ও শিক্ষা, ফরিদা আক্তার ববিতা-অভিনয় (চলচ্চিত্র), চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ-চিকিৎসা, অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ-চিকিৎসা, সাবিনা ইয়াসমিন-সংগীত, কাজী সালাউদ্দিন-খেলা (ফুটবল), আবদুল কাদির মোল্লা-ব্যবসা ও শিক্ষা, আব্দুস সাত্তার নিনি-খেলা (শ্যুটিং), আতিকুর রহমান-খেলা (শ্যুটিং), নিয়াজ মোরশেদ-খেলা (দাবা) ও আকরাম খান-খেলা (ক্রিকেট)।

একইসঙ্গে আজ সম্মাননা দেওয়া হচ্ছে দেশের ৬৪ জেলায় ৬৪ মুক্তিযোদ্ধাকে।

এঁরা হলেন চুয়াডাঙ্গায় খন্দকার সাইদুর রহমান বীরপ্রতীক, কুড়িগ্রামে হোসায়েন আলী, মাদারীপুরে খলিলুর রহমান খান, রাজবাড়ীতে ফকির আব্দুল জব্বার, পিরোজপুরে মোহাম্মদ হারুন অর রশিদ, রাজশাহীতে মো. সফিকুর রহমান রাজা, পাবনায় হাবিবুর রহমান হাবিব, নরসিংদীতে বাদল কুমার সাহা, চাঁদপুরে আলী আহম্মেদ, গোপালগঞ্জে অটল কুমার মজুমদার, বরিশালে মো. আবদুল মন্নান, যশোরে ইজ্জত আলী, খাগড়াছড়িতে রণ বিক্রম ত্রিপুরা, গাজীপুরে মো. আব্দুর রউফ, কিশোরগঞ্জে মো. ইসমাইল, বাগেরহাটে মেহেরুননেছা মীরা, সুনামগঞ্জে মালেক হুসেন পীর, বান্দরবানে মং শৈ হ্লা, মানিকগঞ্জে ইয়াকুব আলী, হবিগঞ্জে মোহাম্মদ আলী টিপু, নড়াইলে মো. সাত্তার মোল্যা, টাঙ্গাইলে মোকাদ্দেস আলী, ঝালকাঠিতে মো. শহীদ ইমাম পাশা, শেরপুরে আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরু, জামালপুরে মো. হায়দার আলী, বগুড়ায় মো. মহসিন আলী, বরগুনায় আনোয়ার হোসেন মনোয়ার, নীলফামারীতে অনিল চন্দ্র রায়, ফরিদপুরে মো. আবুল ফয়েজ, মাগুরায় মোল্যা নবুওত আলী, ব্রাহ্মণবাড়িয়ায় মো. অহিদ মিয়া, নেত্রকোনায় রঞ্জিত সাহা, কুষ্টিয়ায় মো. রফিকুল আলম, শরীয়তপুরে আব্দুস সামাদ তালুকদার, গাইবান্ধায় মাহমুদুল হক শাহাজাদা, নারায়ণগঞ্জে মহিউদ্দিন আহমেদ রতন, মুন্সীগঞ্জে মো. ফজলে এলাহি, লালমনিরহাটে হেলাল উদ্দিন, ফেনীতে মীর হোসেন মীরু, ভোলায় মো. কাঞ্চন মিয়া, কুমিল্লায় আলী তাহের মজুমদার, চট্টগ্রামে জয় হরি সিকদার, মেহেরপুরে মো. আসাদুজ্জামান টুনু, কক্সবাজারে ক্যাপ্টেন (অব.) আবদুস ছোবহান, খুলনায় বিনয় কৃষ্ণ সরকার, রাঙামাটিতে রবার্ট রোনাল্ড পিন্টু, নওগাঁয় মো. হারুন অর রশিদ, ময়মনসিংহে এস এ কালাম, সাতক্ষীরায় আব্দুল মালেক সোনা, নাটোরে সোলায়মান আলী বীরপ্রতীক, চাঁপাইনবাবগঞ্জে সৈয়দ আলী হোসেন মিয়া, জয়পুরহাটে মো. রেজাউল করিম, মৌলভীবাজারে আব্দুল লতিফ, দিনাজপুরে ডা. মো. ফজলুল হক, রংপুরে মো. ওবায়দুল্লাহ, পটুয়াখালীতে আলতাফ হায়দার, নোয়াখালীতে ফজলুল হক বাদল, ঝিনাইদহে গোলাম মোস্তফা লোটন, লক্ষ্মীপুরে হুমায়ুন কবির তোফায়েল, সিলেটে মো. আব্দুল জলিল, পঞ্চগড়ে জফির উদ্দিন আহমেদ, ঠাকুরগাঁওয়ে মো. মোজাম্মেল হক, সিরাজগঞ্জে মো. সোহরাব আলী সরকার ও ঢাকায় সৈয়দ মনিরুল ইসলাম।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, তাঁর সহধর্মিণী ও গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান, কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং ভারপ্রাপ্ত সম্পাদক কথাসাহিত্যিক মোস্তফা কামাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠ'র প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বাংলানিউজের এডিটর জুয়েল মাজহার, কালের কণ্ঠ'র বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, নিউজ টোয়েটিফোরের হেড অব নিউজ রাহুল রাহাসহ কালের কণ্ঠ'র সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল