করোনা আক্রান্ত রোগী হঠাৎ নিরুদ্দেশ, খুঁজছে পুলিশের তিনটি টিম

করোনা আক্রান্ত রোগী হঠাৎ নিরুদ্দেশ, খুঁজছে পুলিশের তিনটি টিম

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত পলাতক এক যুবককে খুঁজছে রাজধানীর দক্ষিণখান থানা পুলিশ। আক্রান্ত ওই যুবকের ঠিকানায় গিয়ে তাকে না পেয়ে তার সম্ভাব্য ঠিকানায় খোঁজাখুঁজি করছে পুলিশ। তবে ঠিকানা সঠিক কিনা তা নিয়েও পুলিশের সন্দেহ রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনার তালতলার উত্তরপাড়ার একটি বাসা থেকে ওই ব্যক্তি নিখোঁজ হয়।

ডিএমপির উত্তরা বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন, আইইডিসিআর আমাদের কাছে একটি তালিকা পাঠায়। সেখানে এক যুবকের নাম রয়েছে, যিনি করোনায় আক্রান্ত। আমরা এলাকাটি লকডাউন করার জন্য সেখানে যাই। কিন্তু ঠিকানা অনুযায়ী গিয়ে তাকে পাওয়া যায়নি।

তার খবর কেউ দিতে পারেননি।

এদিকে ওই যুবকের সন্ধানে ওই এলাকায় কমিউনিটি পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। পুলিশের তিনটি টিম আলাদাভাবে তাকে খুঁজতে কাজ করছে। করোনা আক্রান্ত হয়ে এভাবে পালিয়ে থাকার কারণে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে ঠিকানা সঠিক কিনা তা নিয়ে পুলিশের সন্দেহ আছে। ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, ঠিকানা সঠিক থাকলে মানুষ থাকবে। হয় সে বাসায় থাকবে, না হয় হাসপাতালে। তবে পুলিশ ঠিকানা অনুযায়ী তাকে না পেয়ে ওই এলাকা লকডাউন করেনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর