কারাগারে কোয়ারেন্টিনে হাজী সেলিমের ছেলে এরফান

কারাগারে কোয়ারেন্টিনে হাজী সেলিমের ছেলে এরফান

নিজস্ব প্রতিবেদক

এক বছরের কারাদণ্ড প্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

গতকাল রাত পৌনে ১টার দিকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, কারাগারে প্রবেশের পরপরই ইরফানসহ দেহরক্ষীর শরীর তল্লাশির পর নিয়ম অনুযায়ী কারাগারে করোনাভাইরাস সতর্কতার জন্য ভেতরে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।


আরও পড়ুন: ছবিতে হাজী সেলিমের ছেলে এরফানের বাড়িতে র‍্যাবের অভিযান


এর আগে, ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মো. জাহিদকে এক বছর করে জেল দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাস ও বিদেশি মাদক রাখার দায়ে ছয় মাস করে মোট এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে দু’জনকে।

news24bd.tv নাজিম