দুই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে  সরকার

দুই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

বাবুল আখতার রানা

আসন্ন আমন মৌসুমে দুই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে  সরকার। ছয় লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল কিনবে সরকার।

আগামী ৭ নভেম্বর থেকে আমন ধান আর ১৫ নভেম্বর চাল সংগ্রহ কার্যক্রম শুরু  হবে । তবে এ বছর কৃষকের কাছ থেকে  সিদ্ধ চাল ৩৭ টাকা আর  আতপ চাল ৩৬ টাকা দরে কিনবে সরকার।

এতে  খুশী নওগাঁর  কৃষকরা  ।  


আরও পড়ুন: চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার


আগামী ৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৬ টাকা কেজি দরে ২ লাখ টন ধান, ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে।

বুধবার  খাদ্য মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে এমনটা জানান খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সরকারের এই সিদ্ধান্তে খুশী নওগাঁর কৃষকরা ।

তবে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে  কৃষকদের যাতে হয়রাণির শিকার না হয় সেজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবিও তাদের ।

তবে সরকারের বেধে দেয়া চালের দরে  অসন্তোষ প্রকাশ করেছেন মিলাররা । তাদের দাবি, ৩৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও  ৩৬ টাকা কেজি দরে আতপ চাল  বিক্রি করলে লোকসান গুনতে হবে ।  

প্রান্তিক কৃষককের ধানের ন্যায্য দাম নিশ্চিতে সরকার প্রতি বছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করতো তবে গেল বছর থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ  করছে সরকার ।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর